নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
নতুন করে মালদহে আরও ২৬ জনের শরীরে সংক্রমণ ধরা পড়ায় জেলায় মোট সংক্রামিতের সংখ্যা দাঁড়াল ৫৯১। জেলায় সবচেয়ে বেশি সংক্রমণ ধরা পড়েছে ইংরেজবাজার ব্লকে। এখানে গ্রামীণ এলাকায় ৯ জন এবং শহর এলাকায় ৯ জনের সংক্রমণ ধরা পড়েছে। ইংরেজবাজার ব্লকের মহদিপুরের ২ জন, শোভানগরের ৩ জন, বিনোদপুরের ২ জন এবং কাজিগ্রাম ও নরহাট্টার একজন করে রয়েছেন।
এদিকে আজ থেকে জেলা জুড়ে কড়া লকডাউন শুরু হচ্ছে। বাজারের সময় সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত করা হয়েছে। ফুটপাতের ব্যবসা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। মালদহে গোষ্ঠী সংক্রমন রুখতেই এই ব্যবস্থা বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনের পরেই কমবে পেট্রোলের দামঃ রাহুল সিনহা
ইংরেজবাজার পুরসভা এলাকায় সংক্রামিত ৯ জনের মধ্যে ৩ নম্বর ওয়ার্ডের দু’ জন এবং ২, ৫, ২১ ও ২৯ নম্বর ওয়ার্ডের একজন করে রয়েছেন। তিনজনের ঠিকানা জানা যায়নি। এদিন হবিবপুরের ঋষিপুর গ্রাম পঞ্চায়েতে ৫ জনের সংক্রমণ ধরা পড়েছে। পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির অফিসে কর্মরত এক কম্পিউটার অপারেটরেরও সংক্রমণ ধরা পড়ায় উদ্বেগ বেড়েছে।
আরও পড়ুনঃ পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম-কংগ্রেসের অবস্থান বিক্ষোভ
এছাড়াও কালিয়াচক ১ ও ২ নম্বর ব্লকে একজন করে ব্যক্তির শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। অন্যদিকে জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রের খবর, কলকাতা জেলায় যে হারে সংক্রমণ বাড়ছে তাতে আতঙ্কিত সাধারণ মানুষ। কলকাতায় চিকিৎসা করাতে গিয়ে করোনায় মারা গিয়েছেন মালদহের এক ব্যক্তি। ওই ব্যক্তি কালিয়াচক ২ নম্বর ব্লকের গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের আমলিতলার বাসিন্দা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584