২২ স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি নজরদারি

0
65

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

twenty two examiner hall under the CCTV surveillance
নিজস্ব চিত্র

আজ, মঙ্গলবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হল । উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে গ্রহণ করতে চূড়ান্ত প্রস্তুতির পর মাধ্যমিক পরীক্ষা শুরু হল।এবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে বেশ কয়েকটি নতুন নিয়ম চালু করা হয়েছে।

twenty two examiner hall under the CCTV surveillance
নিজস্ব চিত্র

যাতে নকল রোখা ও প্রশ্ন পত্র ফাঁসের মতো বিষয়গুলি আটকানো যায়। মাধ্যমিক পরীক্ষা দিতে ছাত্র-ছাত্রীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য সরকারি ও বেসরকারি বাস চলাচলের ক্ষেত্রে বেশ কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ট্রাফিক ব্যবস্থার উপরেও জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ঝাড়গ্রামে ছাত্রীরা টেক্কা দিল ছাত্রদের

এবার পরীক্ষা গ্রহণ কেন্দ্রগুলিতে অভিভাবকদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এবারই প্রথম প্রশ্নপত্র একেবারে ক্লাসে খোলা হল। বেলা পৌনে ১২টায় প্রশ্নপত্র দেওয়া হয় ।১২টা বাজতে পাঁচ মিনিট আগে ছাত্র-ছাত্রীদের খাতা দেওয়া হয় ।দুই জেলাতেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা ছাত্র-ছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বিশেষ ব্যবস্থা করেছে।

মধ্য শিক্ষা পর্ষদের উত্তর দিনাজপুর জেলার প্রতিনিধি সঞ্জয় দাস বলেন,জেলায় মোট ৩৮ হাজার ৮৬ জন ছাত্র-ছাত্রী এবার মাধ্যমিক পরীক্ষা দিছে। জেলার ইসলামপুর মহকুমায় মোট ২২টি কেন্দ্রকে স্পর্শকাতর স্কুল বলে ঘোষণা করা হয়েছে।সেখানে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের দক্ষিণ দিনাজপুর জেলার আহ্বায়ক উজ্জ্বল বসাক বলেন, আমাদের জেলায় মোট ২০ হাজার ৮৩৩ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেবে। আমাদের জেলায় কোনও স্পর্শকাতর বুথ নেই।তবে নকল রুখতে প্রত্যেক কেন্দ্রে এক জন করে সরকারি আধিকারিক নিযুক্ত থাকবেন।

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলায় এবারে মোট ১৪ হাজার আট জন ছাত্র ও ২৪ হাজার ৭৮ জন ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবেন।এর জন্য মোট ১০৩ তিনটি ভেনু রয়েছে। এরমধ্যে মোট ১৮টি প্রিন্সিপাল ভেনু রয়েছে। ইসলামপুর মহকুমার চোপড়া ও ইসলামপুর ব্লকে তিনটি করে মোট ছয়টি ভেনু, গোয়ালপোখর-১ ব্লকে চারটি, গোয়ালপোখর-২ ও করণদিঘি ব্লকে ছয়টি করে মোট ২২টি ভেনুকে স্পর্শকাতর ভেনু হিসাবে চিহ্নিত করা হয়েছে।

এই সব জায়গাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো হবে।এবার কোনও শিক্ষক-শিক্ষিকা পরীক্ষা গ্রহণ কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারবেন না।যদি ব্যবহার করেন তাহলে সেই রিপোর্ট মধ্যশিক্ষা পর্ষদের কাছে পাঠানো হবে। অভিভাবকরাও পরীক্ষা গ্রহণ কেন্দ্রে ঢুকতে পারবেন না। এবার পরীক্ষা গ্রহণ কেন্দ্রে দশের গুণীতক হিসাবে ছাত্র-ছাত্রীদের বসানো হবে। প্রশ্নপত্রের প্যাকেট ক্লাস রুমে খোলা হবে।

দক্ষিণ দিনাজপুর জেলায় ৮ হাজার ৮৫০ জন ছাত্র ও ১১ হাজার ৯৮৩ জন ছাত্রী অর্থাৎ মোট ২০ হাজার ৮৩৩ জন ছাত্র-ছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বসবে।এর জন্য মোট ৫৫টি ভেনু থাকবে। এবার ১১টি মেন ভেনু থাকবে।তবে জেলায় কোনও পরীক্ষা গ্রহণ কেন্দ্রকেই স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়নি। ফলে কোথাও সিসিটিভি ক্যামেরা বসানো হবে না বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে।

দুই জেলাতেই মাধ্যমিক পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারে তার জন্য উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার পক্ষ থেকে দুই জেলাতেই বিভিন্ন রুটের বাসের সময় সীমা পরিবর্তন করা হয়েছে। লোকাল স্টপেজ বাড়ানো হয়েছে।উত্তর দিনাজপুর বাস মিনিবাস ওনার্স ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশন পক্ষ থেকে জানা গিয়েছে,কোনও রুটে বাস কম থাকলে পরের বাসকে আগের বাসের সময়ে নিয়ে আসা হবে।

রায়গঞ্জ শহরের ট্রাফিক ব্যবস্থাকে সঠিক রাখতে শহরের বিভিন্ন জায়গাকে চিহ্নিত করা হয়েছে।অতিরিক্তি পুলিশী ব্যবস্থায় রাখা হচ্ছে বলে রায়গঞ্জ ট্রাফিক বিভাগ সূত্রে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here