দক্ষিণ দিনাজপুরে নতুন করে ২১ জন করোনা আক্রান্ত

0
65

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দক্ষিণ দিনাজপুরে নতুন করে করোনায় আক্রান্ত ২১ জন।এদের মধ্যে আইনজীবী, সিভিক ভলেন্টিয়ার, সরকারি কর্মী রয়েছেন। রবিবার জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২২ জন।জানা গেছে, গতকাল রাতে মালদা মেডিক্যাল কলেজ থেকে আসা রিপোর্ট অনুযায়ী ২১ জনের রিপোর্টে পজেটিভ এসেছে।

corona hospital | newsfront.co
নিজস্ব চিত্র

২১ জনের মধ্যে বালুরঘাটের ৮, তপনের ৫, গঙ্গারামপুরের ৩, কুমারগঞ্জের ২ ও হরিরামপুরের ৩ জন রয়েছে।বালুরঘাটে ৮ জনের মধ্যে পতিরাম বিএসএফ গেটে ১, নারায়ণপুর ঘাটকালীতে ১, সুভাষ কর্ণারে ২, রঘুনাথপুরে ১, বালুরঘাট জেলা আদালতের ২ আইনজীবী ও মঙ্গলপুরের ১ জন। এছাড়াও তপনের ৫ জন সিভিক ভলেন্টিয়ার রয়েছেন।

এছাড়াও কুমারগঞ্জ বিডিও অফিসের ১ আধিকারিক ও জাখিরপুরের ১ ব্যক্তি করোনা আক্রান্ত।গঙ্গারামপুরের কালদিঘিতে ২ জন, সুকদেবপুরের ১ জন, হরিরামপুরের ডাঙ্গরামে ২ ও বাগিচাপুরে ১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের চিকিৎসার ব্যবস্থা করছে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দফতর। শনিবার বিকেল পর্যন্ত জেলায় করোনা আক্রান্তদের মধ্যে ২৩৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

আরও পড়ুনঃ মালদহ মেডিক্যালে চালু হল হেপাটাইটিস ক্লিনিক

নতুন আক্রান্তদের চিকিৎসার জন্য বালুরঘাট নাট্য উৎকর্ষ কেন্দ্র ও গঙ্গারামপুর স্টেডিয়াম বা সেফ হোমে চিকিৎসার ব্যবস্থা করাচ্ছে জেলা স্বাস্থ্য দফতর। যদিও এনিয়ে সংবাদ মাধ্যমের সামনে কোন রকম মন্তব্য করতে চাননি জেলা স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here