সম্বিত পাত্রের টুলকিট-টুইট ‘ম্যানিপুলেটেড মিডিয়া’, কংগ্রেসকে চাপে ফেলতে মুখ পুড়ল বিজেপির

0
119

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ

বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র দিন কয়েক আগে একটি টুইট করে দাবি করেন যে কংগ্রেস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানহানির উদ্দেশ্যে করোনা ভাইরাস নিয়ে রাজনীতি করছে। এই দাবিতে দিন কয়েক আগে টুলকিট সংক্রান্ত একটি টুইট করে কংগ্রেসকে চাপে ফেলার চেষ্টা করে বিজেপি। কার্যত কংগ্রেসের দাবিকেই সঠিক বলে মেনে নিয়ে সম্বিত পাত্রের ওই টুইটকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ বা কারসাজি করা মিডিয়া বলে চিহ্নিত করলো টুইটার।

Sambit Patra | newsfront.co
সৌজন্যেঃ ইন্ডিয়া টুডে

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটগুলিকে ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ দিয়েছিল টুইটার। তার অর্থ, সেই টুইটের বক্তব্যের সত্যতা প্রসঙ্গে সন্দেহ প্রকাশ করেছে টুইটার কর্তৃপক্ষ। ‘ম্যানিপুলেটেড মিডিয়া’ ট্যাগ প্রসঙ্গে টুইটার নীতিতে জানানো হয়েছে যে, তারা কোন ভিডিয়ো, অডিয়ো, ছবিকে ম্যানিপুলেটেড মিডিয়া ট্যাগ তখনই দেয় যখন তারা দেখে সেটি ভুয়ো বা সেই মিডিয়ার মাধ্যমে অন্য কারোর ক্ষতি হতে পারে।

আরও পড়ুনঃ বাস্তবায়ন সম্ভব নয় এমন রায় দেওয়া উচিত নয়, এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রীম কোর্টের

বিজেপির মুখপাত্র, সম্বিতবাবু কংগ্রেসের এক টুলকিট প্রকাশ করে দাবি করেন, যে কংগ্রেস কোভিড আবহে দলীয় কর্মীদের করোনা ভাইরাসের নতুন স্ট্রেনকে ‘মোদী স্ট্রেন’ বলার পরামর্শ দিচ্ছে। কংগ্রেস জানায় এই টুলকিটটি ভুয়ো। এই ঘটনায় কংগ্রেস স্পষ্টভাবে জানায় যে বিজেপি মিথ্যাচার করছে। কংগ্রেসের তরফে বলা হয়, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে বিজেপি।

আরও পড়ুনঃ বাংলায় কিষাণ নিধির টাকা না পাঠানোর আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলীপ ঘোষের

করোনা অতিমারীর মোকাবিলায় ব্যর্থ বিজেপি সরকার। তাই নিজেদের দোষ আড়াল করতে ভুয়ো গল্প ছড়াচ্ছে বিজেপি। কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে, ভুয়ো খবর ছড়ানোর দায়ে সম্বিত পাত্র এবং জেপি নাড্ডার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে। টুইটার কর্তৃপক্ষের এই পদক্ষেপ সেক্ষেত্রে আরও জোরদার করলো কংগ্রেসের দাবীকে এমনটাই বলছে নেট মাধ্যম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here