হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলি বিডেনকে হস্তান্তর করবে টুইটার

0
57

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

এবার হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টগুলি জো বিডেন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে এবং বুঝিয়েও দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

Joe Biden | newsfront.co
ফাইল চিত্র

বার্তা সংস্থা রয়টার্সের খবরে সূত্রে খবর, ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বিডেন। টুইটার কর্তৃপক্ষ বলেছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বিডেন যখন শপথ নেবেন, তখন তাঁর প্রশাসনের কাছে হোয়াইট হাউসের প্রাতিষ্ঠানিক টুইটার অ্যাকাউন্টগুলি হস্তান্তর করা হবে।

টুইটার হোয়াইট হাউসের যেসব প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট বিডেন প্রশাসনের কাছে হস্তান্তর করবে, সেগুলোর মধ্যে রয়েছে- হোয়াইট হাউসের অ্যাকাউন্ট (@WhiteHouse), যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের অ্যাকাউন্ট (@POTUS), যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের অ্যাকাউন্ট (@VP), যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির অ্যাকাউন্ট (@FLOTUS) ও প্রেস সেক্রেটারির অ্যাকাউন্ট (@PressSec)।

আরও পড়ুনঃ করোনা চিকিৎসায় অক্সিজেনের হাহাকার ব্রাজিলে

টুইটার জানিয়েছে, অ্যাকাউন্টগুলি যখন বিডেন প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে, তখন তাতে আর আগের প্রশাসনের (ডোনাল্ড ট্রাম্প) অনুসারীরা (ফলোয়ার) স্বয়ংক্রিয়ভাবে যুক্ত থাকবেন না। অর্থাৎ অ্যাকাউন্ট হস্তান্তর হলেও তার অনুসারী স্বয়ংক্রিয়ভাবে স্থানান্তরিত হবে না।

আরও পড়ুনঃ ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের বলি ৩৪, বাড়তে পারে মৃতের সংখ্যা

টুইটার আরও জানিয়েছে, নতুন অ্যাকাউন্ট অনুসরণের ব্যাপারে তারা ব্যবহারকারীদের নোটিফিকেশন দেবে। বিডেনের ভাইস প্রেসিডেন্ট হবেন কমলা হ্যারিস। তাঁর স্বামী ডগলাস এমহফ হবেন সেকেন্ড জেন্টেলম্যান। তাঁর জন্য একটি নতুন অ্যাকাউন্ট (@SecondGentleman) তৈরি করেছে টুইটার কর্তৃপক্ষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here