শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় দুই দুষ্কৃতীকে হাতেনাতে ধরে ফেলল গঙ্গারামপুর থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হল দুটি চোরাই মোটরবাইক। শনিবার ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ধৃতরা হলেন মহম্মদ আশিক (২০), বাড়ি মালদা জেলার মানিকচক থানার কুমরি এলাকায়। অপরজন জয়নাল আবেদী (৩০), বাড়ি গঙ্গারামপুর থানার নেহেম্বা এলাকায়। শনিবার ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের গঙ্গারামপুর আদালতে তোলে গঙ্গারামপুর থানার পুলিশ।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে ফের এটিএম লুটের চেষ্টা
জানা গেছে, মানিকচক থানার কুমরি এলাকার বাসিন্দা মহম্মদ আশিক চোরাই বাইকে করে একটি আগ্নেয়াস্ত্র নিয়ে আসে গঙ্গারামপুরে বিক্রি করার জন্য।
শুক্রবার রাত ১১.৩০ নাগাদ গঙ্গারামপুর কিষান মান্ডি এলাকায় ঘোরাফেরা করতে থাকে আশিক। কিছুক্ষনের মধ্যে জয়নাল আবেদীন নাম আর এক ব্যাক্তি আরো একটি চোরাই বাইক নিয়ে হাজির হয়।
সেই সময় গোপন সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ২ যুবককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি পাইপগান এক রাউন্ড কার্তুজ সহ ২টি চোরাই বাইক ও নগদ ৪ হাজার টাকা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584