নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
ফের শিরোনামে যোগী রাজ্য। উত্তরপ্রদেশে আবারও পাশবিক নির্যাতনের শিকার হলেন এক মহিলা। বছর পঞ্চাশের ওই প্রৌঢ়াকে গণধর্ষণের পর যৌনাঙ্গে লোহার রড ঢুকিয়ে নৃশংসভাবে খুন করা হয় বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুন জেলার উঘাইতি এলাকায়। ঘটনায় অভিযুক্তদের মধ্যে রয়েছে মন্দিরের এক পুরোহিত। এই ঘটনার জেরে রবিবার রাতে দুজনকে গ্রেফতারও করেছে পুলিশ। পুরোহিত এখনও পলাতক।পুলিশ সূত্রে, বদায়ুনের একটি গ্রামে মন্দির চত্বরে ঘটেছে এই গণধর্ষণ। পেশা অঙ্গনওয়াড়ি কর্মী ওই মহিলা সেদিন সন্ধ্যায় স্থানীয় একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন।
আরও পড়ুনঃ ২০২০-তে নারী নির্যাতনের রেকর্ড অভিযোগ! বেশিরভাগই গার্হস্থ্য হিংসা, শীর্ষে যোগী রাজ্য
তখনই মহিলার উপর পাশবিক অত্যাচার চালায় অভিযুক্তরা। এরপর তিনজনে মিলে মহিলার দেহ তাঁর বাড়ির সামনে ফেলে রেখে চলে যায়। পরে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মঙ্গলবার ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসে পুলিশের। জানা গিয়েছে, মহিলার যৌনাঙ্গে রড ঢোকানোর জেরে মৃত্যু হয় তাঁর।
আরও পড়ুনঃ জিও টাওয়ারে হামলা, ব্যবস্থা নেওয়ার জন্য নোটিস জারি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের
মৃতার পরিজনদের অভিযোগের তির পুরোহিত ও তার দুই সঙ্গীর দিকেই। তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিস। বদায়ুনের পুলিশ সুপার রাঘবেন্দ্র সিং জানিয়েছেন, দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তৃতীয় জন পলাতক। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ডি ও ৩০২ ধারায় গণধর্ষণ ও খুনের মামলা রুজু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584