অকারণে রাস্তায় ঘোরাঘুরির জেরে ধৃত দুই যুবক

0
28

সুদীপ পাল, পূর্ব বর্ধমানঃ

প্রশাসনের নিষেধাজ্ঞা সত্ত্বেও অকারণে রাস্তায় বের হচ্ছেন অনেকেই।এদিকে বর্ধমান পুলিশ মানুষকে সচেতন করতে উদ্যত হলেও বেশ কিছু মানুষ লকডাউন বিষয়টিকে কোন গুরুত্ব দিচ্ছেন না।

police | newsfront.co
নিজস্ব চিত্র

তাই বর্ধমানের কার্জন গেটের কাছে পুলিশের টহলদারিও বেড়েছে। পাশাপাশি যে কোন কাজ ছাড়া বাড়িতে ফিরে যাওয়ার জন্য মানুষকে বোঝানো হচ্ছে। কিন্তু অনেক মানুষই বিভিন্ন রকমের অজুহাত দেখাচ্ছেন।

আরও পড়ুনঃ অগ্নিকান্ডে ভস্মীভূত ৫০ অস্থায়ী কাপড়ের দোকান

তাই এদিন সদর শহরে দেখা গেল মাথায় হেলমেট ছাড়া দু’জন যুবক স্কুটিতে চড়ে বেহাল তবিয়তে রাস্তায় ঘোরাঘুরি করছে। ঠিক সেই সময়তেই পুলিশ তাদের জিজ্ঞাসা করতে সাথে সাথে পকেট থেকে একটি প্রেসক্রিপশন বের করে দেখায়। আর তার পরিপ্রেক্ষিতে বলে যে তার ওষুধ কিনতে বেরিয়েছে।

বর্তমান করোনা ভাইরাস সংক্রান্ত পরিস্থিতিতে যখন লকডাউন চলছে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রশাসনের তরফে বারবার অনুরোধ করা হচ্ছে তারপরও কিছু মানুষের কোন মতেই হুঁশ ফিরছে না।

সে জন্য এদিন বেশ কিছু মানুষকে, বর্ধমান জেলা পুলিশ আটক করে ও পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয়।
এই আটক করার প্রধান কারণ ছিল, বাইরে বেরোনোর উপযুক্ত কারণ তারা দর্শাতে পারেনি বলে পুলিশ সূত্রে খবর।

যদিও বর্ধমান সদর শহরের বাসিন্দা শংকর ঘোষ বলেন, ‘প্রশাসনের তরফে বারবার সচেতন করা হচ্ছে। তারপরেও যদি মানুষের হুঁশ না ফেরে তাহলে নিজেদের বিপদ আমরা নিজেরাই ডেকে আনছি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here