চিতাবাঘের চামড়া বিক্রি করতে গিয়ে বন দফতরের হাতে কুঁদঘাটে ধৃত ২

0
66

শুভম বন্দোপাধ্যায়, কলকাতাঃ

গোপনে চিতা বাঘের চামড়া বিক্রি করা হবে এমন খবর আগে থেকেই ছিল ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল ব্যুরাে ও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের কাছে। সেইমতো সোমবার সকালে কুঁদঘাটে যৌথ অভিযান চালান দুই দপ্তরের অফিসাররা। চিতা বাঘের চামড়া উদ্ধারসহ এই ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

arrest | newsfront.co
ধৃত। নিজস্ব চিত্র

বাজেয়াপ্ত হয়েছে দুটি বাইক। ধৃত দুই ব্যক্তিকে সল্টলেকের বনদফতরের অফিসে নিয়ে আসা হয়েছে বলে খবর। তারা দুজনেই পেশায় গাড়িচালক বলে জানা গিয়েছে।বনদফতরের কাছে গােপন সূত্রে আগেই খবর ছিল চিতাবাঘের চামড়া বিক্রির জন্য ক্রেতা খুঁজছে দুই ব্যক্তি। ক্রেতা সেজে ওই দুই ব্যক্তির সঙ্গে যােগাযােগ করেন তদন্তকারী আধিকারিকরা।

tiger skin | newsfront.co
উদ্ধার হওয়া চামড়া। নিজস্ব চিত্র

১০ লক্ষ টাকার বিনিময়ে চিতাবাঘের চামড়া বিক্রি করতে রাজি হয় ওই দুই ব্যক্তি। ঠিক হয় সোমবার টালিগঞ্জ থেকে কুঁদঘাটের মাঝে একটি জায়গায় টাকার বদলে চামড়া দেওয়া হবে।সেইমতো সোমবার সকালে বাইকে করে ওই নির্দিষ্ট এলাকায় আসে দুই ব্যক্তি । একটি ব্যাগে করে চিতাবাঘের চামড়া নিয়ে এসেছিল তারা।

আরও পড়ুনঃ করোনা আবহে চলতি বছরে বইমেলা নিয়ে অনিশ্চয়তার কালো মেঘ

এর পর ব্যাগ খুলে চামড়া দেখানাের সময় একেবারে হাতেনাতে ওই দু’জনকে পাকড়াও করেন তদন্তকারী আধিকারিকরা। ঘটনাস্থলের আশেপাশেই লুকিয়ে ছিলেন বাকি অফিসাররাও। কিন্তু ওই দুজন কোথা থেকে এই বহুমূল্যের চিতাবাঘের চামড়া পেলেন এবং তা বিক্রি করে তারা কাকে টাকা পৌঁছে দিতেন, এই পাচার চক্রের সঙ্গে আর কে কে জড়িয়ে রয়েছে, ধৃত দুজনকে তা জেরা জানার চেষ্টা করছেন বন দফতরের অফিসাররা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here