নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
মাত্র এক বছর আগের এনআরএসের ঘটনার যেন পুনরাবৃত্তি দেখা গেছিল বুধবার রায়গঞ্জের উদয়পুরে। তবে এখানে পথ পশুদের পিটিয়ে মারা নয় সোজা ক্ষুধার জ্বালা নিবারণের জন্য তাদের খাবারের সাথে বিষ মিশিয়ে দেওয়ার মতো নারকীয় ঘটনায় সাক্ষি ছিল গোটা এলাকা।
আর সেই বিষক্রিয়া ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই ঘৃণায় শিউরে উঠেছিল সমস্ত পশুপ্রেমীরা। তবে এই ঘটনার সাথে যুক্ত দু’জনকে বৃহস্পতিবার পুলিশ গ্রেফতার করে। যদিও এদের মধ্যে সামান্য পয়সার বিনিময়ে যে যুবকটি এই সারমেয়গুলিকে বিষ মেশানো খাবার দিয়েছিল এদিন তাকেও গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুনঃ লকডাউনেও নদীপথে চলছে ভারত-বাংলাদেশের ব্যবসা, জোয়ারে ডুবলো বার্জ
এর পাশাপাশি এই ধৃতদের মধ্য এক মহিলা রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও, এই অভিযুক্তদের সাথে থাকা আর এক যুবক পলাতক বলে পুলিশ সূত্রে খবর। তবে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে, কুকুরগুলোকে বিষ মেশানো খাবার দেওয়ার জন্য ওই যুবক মাত্র ৫০ টাকা পেয়েছিল। এই খাবার খেয়ে চারটি কুকুর মারা যায়।
আরও দু’টি কুকুর অসুস্থ হয়ে পড়েছে। তাদের স্থানীয় পশু হাসপাতালে চিকিৎসা চলছে। তবে ধৃত যুবক পুলিশের কাছে স্বীকার করেছে যে, বিষ মেশানো বিস্কুট খাইয়ে তাকে কুকুর গুলিকে মেরে ফেলার জন্য ওই মহিলা এবং তার স্বামী ৫০ টাকা দিয়েছিল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584