জাল আধার কার্ড তৈরি করার অপরাধে কান্দিতে গ্রেফতার ২, পেশ করা হল মহকুমা আদালতে

0
90

জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদে একের পর এক ভুঁয়ো আধার কার্ড তৈরির হদিস! ডোমকল, নবগ্রাম, সালারের পর এবার কান্দিতে। মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত গোবিন্দপুর এলাকায় কয়েকজন অসাধু ব্যবসায়ী বিগত কয়েকদিন ধরে, সাধারণ মানুষের কাছে মোটা টাকার বিনিময় অবৈধভাবে জল আধার কার্ড তৈরি করছিল।

present to court
ধৃত দুই ব্যক্তি। নিজস্ব চিত্র

গত শনিবার কান্দি থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে গোবিন্দপুরের একটি বাড়িতে তল্লাশি চালায় এবং সেখান থেকে আধার কার্ড তৈরি করার সরঞ্জাম ল্যাপটপ, প্রিন্টার এবং একটি বায়োমেট্রিক স্ক্যানার সহ দু’জনকে গ্রেফতার করেছিল কান্দি থানার পুলিশ।

Kandi court
নিজস্ব চিত্র

প্রসঙ্গত ধৃত কমল চন্দ্র ঘোষ এবং আব্দুল আজিজ নামের দুই ব্যক্তিকে সোমবার কান্দি মহকুমা আদালতে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করল কান্দি থানার পুলিশ। কান্দি মহকুমা আদালতের ভারপ্রাপ্ত বিচারপতি ভাস্কর মজুমদার সমস্ত দিক বিচার বিবেচনা করে চার (৪) দিনের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন কান্দি মহকুমা আদালতের সরকার পক্ষের আইনজীবী চিরঞ্জিত রুজ।

আরও পড়ুনঃ মুর্শিদাবাদে কাজ হারিয়ে দিশেহারা কোভিড যোদ্ধারা, আবেদন পুনরায় কাজে যোগদান করানোর

কান্দি থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোবিন্দপুরের মৌলা সেখ নামের এক ব্যক্তি তার বাড়িতে অবৈধভাবে আধার কার্ড তৈরি করত। যার খবর কান্দি থানার পুলিশ পেতেই মৌলা সেখের বাড়িতে তল্লাশি চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয় এবং আধার কার্ড তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়েছে। তবে দলের মূল পান্ডা মৌলা সেখ পলাতক। তার উদ্দেশ্য খোঁজ চালাচ্ছে কান্দি থানার পুলিশ এবং এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে কান্দি থানার পুলিশ প্রশাসন। যদিও গ্রেপ্তারের সময় দুজনের কাছ থেকে কোনো আধার কার্ড উদ্ধার হয়নি বলে খবর পাওয়া গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here