মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট করায় ধৃত ২

0
38

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট শেয়ার ও তাতে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গ্রেফতার ২ ব্যক্তি। এই বিষয়ে ফালাকাটা থানায় অভিযোগ দায়ের করেন স্থানীয় তৃণমূল যুব নেতা গদাই দে। তার অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে ওই ২ ব্যক্তিকে গ্রেফতার করে ফালাকাটা থানার পুলিশ।

Arrest | newsfront.co
প্রতীকী চিত্র

পুলিশ সূত্রে খবর, সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে নিয়ে একটি কুরুচিকর পোস্ট করা হয়েছিল। সেই পোস্টটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ আসে বিভিন্ন মহল থেকে। তারপরই তদন্তে নেমে ২ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুনঃ ক্ষমতার অপব্যবহার বিজেপি সাংসদের, অভিযোগ তৃণমূলের

এ বিষয়ে ফালাকাটা থানার আইসি দেবদত্ত বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, “সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীর বিরূদ্ধে কুরুচিকর পোস্ট ও আপত্তিকর মন্তব্য করে এলাকায় উত্তেজনা ছড়ানো হচ্ছিল। এরপরই অভিযুক্ত ২ ব্যক্তি রামকৃষ্ণ সাহা ও চন্দন সাহাকে গ্রেফতার করা হয়।’ বুধবার ধৃতদের আলিপুরদুয়ার আদালতে তোলা হবে বলে জানিয়েছেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here