ভাস্কর ঘোষ, ডোমকল:– ৬০০ বোতল ফেনসিডিল সহ দুই পাচারকারীকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদের রানিনগর থানার পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাদের দু’জনকে রানিনগর থানার হারুডাঙ্গা গ্রাম থেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম সফিকুল শেখ (৪৫) ও আকবর শেখ (২৫)। ওই থানা এলাকায় কাতলামারী গ্রামে তাদের বাড়ি। তাদের কাছে থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। ঘটনায় জড়িত নিতাই মন্ডল পলাতক। তার খোঁজে তল্লাসি চালাচ্ছে রানিনগর থানার পুলিশ। ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে। শনিবার ধৃতদের ৩ দিনের জন্য পুলিশ হেপাজত চেয়ে আদালতে তোল হয়েছে বলে জানিয়েছেন রানিনগর থানার ওসি অরুপ রায়।
জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যেয় সফিকুল ও আকবর বাংলাদেশ সীমান্তবর্তী হারুডাঙ্গা গ্রামে নিতাই মন্ডলের বাড়িতে ওই ফেনসিডিল গুলো মজুত করে। গোপন সূত্রে খবর পেয়ে রানিনগর থানার ওসি অরুপ রায় কয়েকজন পুলিশকর্মীকে সঙ্গে নিয়ে সেখানে হানা দেন।
পুলিশ আসতে দেখে সুযোগ বুঝে নিতাই মন্ডল বাড়ি থেকে পালিয়ে যায়। সফিকুল ও আকবরকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। ওই বাড়ি থেকে ৬০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশে পাচারের উদ্যেশেই ফেনসিডিলগুলো সেখানে জমা করা হয়েছিল বলে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তা জানতে পারে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584