নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
লকডাউনের মাঝেই চোরাপথে ব্রাউন সুগার পাচারের সময় পুলিশের হাতে ধরা পড়লো দুই পাচারকারী। জানা গেছে, ধৃতদের নাম মান্না শেখ, বাড়ি গোলাপগঞ্জ, এবং সরিফ শেখ শেরশাহী আলীপুরের বাসিন্দা।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার কাটিহার থেকে লরিতে করে দুই পাচারকারী ব্রাউন সুগার নিয়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক তথা মালদা বাইপাস দিয়ে কালিয়াচকের দিকে যাচ্ছিল। সেই সময় পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে বাইপাসে লরিটিকে আটক করে তল্লাশি চালাতে থাকে।
আরও পড়ুনঃ প্রকল্পের কাজের টাকা না পাওয়ায় উপপ্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের
তল্লাশি চালানোর সময় চালকের পেছনে থাকা ব্যাগ থেকে প্রায় ৩ কেজি ৩৭ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ। এমনকি এটির আনুমানিক বাজার মূল্য প্রায় সাড়ে তিন কোটি টাকা বলে অনুমান পুলিশের। এর পাশাপাশি ঘটনাস্থল থেকে দুই পাচারকারীকে আটক করা হয়।
যদিও জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, বর্তমানে ধৃতদেরকে পুলিশ রিমান্ডে নিয়ে তদন্ত চলছে।তবে এর সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584