বহরমপুরে আগ্নেয়াস্ত্র সহ ধৃত দুই মুঙ্গেরের বাসিন্দা

0
185

রিচা দত্ত,মুর্শিদাবাদঃ

two arrested with fire gun at berhampore
ধৃত দুই।নিজস্ব চিত্র

একশো চল্লিশ রাউন্ড তাজা কার্তুজ সহ গ্রেফতার তিন। সোমবার সকাল সাড়ে ১১টা নাগাদ মুর্শিদাবাদ পুলিশ সুপার শ্রী মুকেশ তার অফিসে এক সাংবাদিক সম্মেলন করে জানান যে, রবিবার সকালে বহরমপুর থানার পুলিশ এবং জেলা এসওজি টিম গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর বাসস্ট্যান্ড লাগোয়া প্রাঙ্গণ মার্কেট এলাকা থেকে ভরত যাদব(৬৪) এবং অরবিন্দ ঠাকুর(৩২) নামে দুই ব্যাক্তিকে গ্রেফতার করে তল্লাশি চালিয়ে একশো চল্লিশ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে।

two arrested with fire gun at berhampore
উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র।নিজস্ব চিত্র

ধৃত ব্যক্তিরা বিহারের মুঙ্গের জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।ধৃত ব্যক্তিরা বিহার থেকে জামালপুর এক্সপ্রেস ট্রেন ধরে নলহাটিতে আসে এবং সেখান থেকে বাসে করে বহরমপুর পৌঁছায়।সেখানে পুলিশ তাদেরকে গ্রেফতার করে তল্লাশি চালিয়ে দেখতে পায় কার্তুজগুলি শরীরের সঙ্গে বেঁধে পাচার করার জন্য নিয়ে আসছিল।

আরও পড়ুনঃ সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই যুবক

two arrested with fire gun at berhampore
জেলা শাসক শ্রী মুকেশ।নিজস্ব চিত্র

ভরত যাদবের কাছে ছিল নব্বই রাউন্ড এইট এম এম কার্তুজ এবং অরবিন্দ ঠাকুরের কাছে ছিল পঞ্চাশ রাউন্ড ১২ বোর কার্তুজ। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানতে পারে দৌলতাবাদ থেকে রফিকুল ইসলাম ও চামেলি বিবি নামে এক মহিলা এসে হাত বদল করে কার্তুজ গুলি নিয়ে যাবার কথা ছিল।

পুলিশ সেই মত রবিবার রাত্রে দৌলতাবাদ থেকে চামেলি বিবিকে গ্রেফতার করে যদিও রফিকুলের খোঁজ এখনও পুলিশ পায়নি।তবে তার খোঁজে তল্লাশি চালাচ্ছে। উল্লেখ্য ধৃত চামেলির স্বামী তাহাসিন সেখ মাদক পাচারের অভিযোগে ২০১৭সাল থেকে বহরমপুর জেলে রয়েছে।

স্বামীকে দেখতে আসার সময় থেকে স্বামীর কাছ থেকে ওই পাচারকারীদের সন্ধান পান ওই মহিলা।তার পরেই তাদের সাথে যোগাযোগ করে এই কাজে যুক্ত হয় বলে জানান পুলিশ সুপার।ধৃতদের সোমবার আদালতে তোলা হলে পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here