মুর্শিদাবাদে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

0
61

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

two arrested with firearms in murshidabad | newsfront.co
নিজস্ব চিত্র

বিপুল পরিমান আগ্নেয়াস্ত্র সহ দুই অস্ত্র পাচারকারীকে গ্রেপ্তার করল সুতি থানার পুলিশ। সোমবার বেলা সাড়ে ১০টা নাগাদ মুর্শিদাবাদ জেলা পুলিশ সুপার মুকেশ কুমার নিজের অফিসে এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, রবিবার গভীর রাত্রে মুর্শিদাবাদ জেলার সুতি থানার চাঁদের মোড় এলাকা থেকে রবু সেখ (৩৬) এবং রফিকুল সেখ (২৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০টি আগ্নেয়াস্ত্র। তারমধ্যে ৪টি মাসকেট, ৫টি ৭এমএম পিস্তল, ১১টি পাইপগান এবং ৪২ রাউন্ড তাজা কার্তুজ।

আরও পড়ুনঃ বেআইনি অস্ত্র সহ গ্রেফতার ২

ধৃত রবু সেখের বাড়ি মুর্শিদাবাদের সুতি থানার ওমরাপুর বোগলাপারা এবং রফিকুল সেখের বাড়ি ঝাড়খন্ডের পাকুড় এলাকায়। পুলিশ সুপার মুকেশ কুমার জানিয়েছেন তাদের কাছে আগে থেকেই খবর ছিল রবু সেখ দীর্ঘদিন ধরে অস্ত্র পাচারের ব্যাবসা করে।

ভীন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে এই জেলায় পাচার করত। এই ঘটনায় জানুয়ারী ২০১৯ থেকে সেপ্টেম্বর ২০১৯ পর্যন্ত মোট ৩৫৩ জন গ্রেপ্তার হয়েছে। পুলিশ রবু সেখকে ধরার জন্য তার কাছ থেকে অস্ত্র কেনে। তারপর তাকে ধরে সূত্র মারফত জানতে পারি ঝাড়খন্ডের রফিকুল সেখের কথা।

তার সঙ্গে যোগাযোগ করা হলে সে আমাদের অস্ত্র বিক্রি করতে আসলে আমরা তাকে গ্রেপ্তার করি। পুলিশ সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানাবে বলে জানা গিয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here