নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার ব্লকের গান্ধিমোড় এলাকায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে অভিযান চালায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ।
এরপর সেখানে একটি ১০ চাকা কন্টেনার গাড়ি আটক করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর পরিমাণে বিদেশি মদ। এই ঘটনায় ওই গাড়ির চালক ও খালাসিকে গ্রেফতার করে পুলিশ। গাড়ি-সহ ধৃত দুজনকে থানায় নিয়ে যায়।
ধৃতদের নাম ফয়জল খান(২০) মহম্মদ জাবেদ(১৮)। এদের মধ্যে ফয়জল মোরাদাবাদ ফয়জলপুর ও জাবেদ আবদুল্লাপুর এলাকার বাসিন্দা।
এই বিষয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ওসি অভিজিৎ বিশ্বাস জানিয়েছেন যে উদ্ধার হওয়া বিদেশী মদগুলো অরুণাচল প্রদেশ থেকে বিহারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এবং ওই গাড়ি থেকে প্রায় ৪৫০ কার্টুন বিদেশী মদ উদ্ধার হয়েছে।
আরও পড়ুনঃ দক্ষিণ দিনাজপুরে টোটোচালকদের বিক্ষোভ
যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৫ লক্ষ টাকা। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন পুলিশ। ধৃতদের এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584