নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর এলাকায় অভিযান চালায় এসএসবির ৪১ নং ব্যাটালিয়নের জওয়ানরা। এরপর সেখানে আগ্নেয়াস্ত্র দুই যুবককে আটক করে। ধৃত দুই যুবকের নাম মহম্মদ মুন্না আজিজ (২৮) ও মহম্মদ মতিবুল (৩০)। ধৃত দুই জনে ফাঁসিদেওয়া এলাকার বাসিন্দা।
এসএসবি সূত্রে জানা গিয়েছে যে, গোপন সূত্রে খবর পেয়ে ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর সংলগ্ন এলাকায় অভিযান চালায়। এরপর দুই যুবককে আটক করে। তল্লাশি চালিয়ে তাদের থেকে উদ্ধার করা হয় মোট ৫টি দেশি পিস্তল।
আরও পড়ুনঃ ভাকুড়ি মোড়ে ফেনসিডিল-সহ ধৃত ৩
এর পাশাপাশি একটি মোটর সাইকেল ও দুটি মোবাইল বাজেয়াপ্ত করে এসএসবি। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্বাস্থ্য পরীক্ষার পর ধৃতদের ফাঁসিদেওয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালত তোলা হবে। তবে ওই পিস্তলগুলি কোথায় বা কি উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল তা খতিয়ে দেখছেন পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584