শ্যামল রায়,কালনাঃ
গাঁজা পাচারের স্বর্গভূমি কালনা কাটোয়া মহকুমা।দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে কালনা মহকুমা জুড়ে প্রচুর গাঁজা পাচার হয় এবং পাচারকারীদের দৌরাত্ম্য এসমস্ত অঞ্চলে বিদ্যমান।বুধবার গভীর রাতে কালনা থানার পুলিশ অভিযান চালাতে গিয়ে কালনা কাটোয়া রোড এর দুর্গানগর মোড়ে এক গাড়ি ভর্তি গাঁজা উদ্ধার করে।জানা গিয়েছে যে পাচার করা গাঁজার পরিমাণ প্রায় চার কুইন্টাল।সেই সাথে ২ পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ধৃতদের নাম বলতে না চাইলেও জানা গিয়েছে যে ধৃতদের নাম প্রান প্রতিমা বড়ুয়া।এই ব্যক্তির বাড়ি আসামে অন্য আরেকজনের নাম অসিত সরকার। ধৃত দুই ব্যক্তিকে বর্ধমান আদালতে তোলা হলে জামিন নাকজ হয়েছে তাদের।আরো জানা গিয়েছে যে এই গাঁজা পাচার হয়ে উত্তরবঙ্গ থেকে কলকাতায় যাচ্ছিল।
তবে গাঁজা পাচারের খবর পুলিশের কাছে ছিল বলেই এইরকম অভিযান চালিয়ে সফলতা পেল কালনা থানার এমনটাই জানা গিয়েছে।
উল্লেখ্য গাঁজা পাচারের প্রধান কেন্দ্রবিন্দু ছিল পূর্বস্থলী এলাকা।দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে পূর্বস্থলী এলাকার দিকে।আগে উত্তরবঙ্গ থেকে সরাসরি ট্রেন পথে গাঁজা আসতো।এই গাঁজা কখনো কাটোয়া কখনো নবদ্বীপ, কালনা রেল ষ্টেশনে নেমে পাচার হয়ে যেত একদিকে নদীয়া অন্যদিকে কলকাতা হয়ে বাংলাদেশ পর্যন্ত গাঁজা পাচার হয়ে চলে যেতে বলে জানা গিয়েছে। এখন রুট পাল্টে ফেলেছে পাচারকারীরা। বেশিভাগ সময় সড়কপথে গাঁজা আসছে বলে খবর।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে গাঁজা সহ গ্রেফতার ১
কয়েক মাস আগেও নাদনঘাট থানার পুলিশ গাঁজা পাচারকারীদের গ্রেফতার সমেত বাজেয়াপ্ত করেছিল গাজা।বিগত দিনে পূর্বস্থলী থানার পুলিশ অভিযান চালিয়ে গাঁজা পাচারকারীদের ধরত এবং গাঁজা বাজেয়াপ্ত করত।নবদ্বীপ রেল স্টেশনের জিআরপি ট্রেন পথে বিগত দিনে প্রচুর গাঁজা বাজেয়াপ্ত করেছে এবং দুষ্কৃতীদেরও ধরেছে।এখন ট্রেন পথে গাঁজা পাচার বন্ধ হয়ে পড়ায় সড়ক পথেই গাঁজা পাচার হয়ে আসছে বলে খবর পুলিশ প্রশাসনের কাছে।
তাই গাঁজা পাচার রুখতে পুলিশ প্রশাসন নিয়মিতভাবে নজরদারি রাখে এবং অভিযান চালায়।
বুধবার রাতে কালনা থানার পুলিশ দুর্গানগর মোড় থেকে ৪ কুইন্টাল গাঁজা বাজেয়াপ্ত করে এবং দুজনকে গ্রেপ্তার করে।তবে পুলিশ সূত্রে খবর এই গাজা পাচারকারীদের সাথে আরো কে বা কারা যুক্ত তার তদন্ত শুরু করেছে এবং প্রধান পাণ্ডাদের ধরতেও তল্লাশি শুরু করে দিয়েছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584