কালচিনিতে বিপুল পরিমাণ অবৈধ মদ সহ গ্রেফতার ২

0
42

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

অরুনাচলপ্রদেশ থেকে অসম হয়ে বিহারে পাচারের সময় ২১৬০০ বোতল অবৈধ বিলাতী মদ বাজেয়াপ্ত করল কালচিনি আউটপোষ্ট থানার পুলিশ।

wine rescue | newsfront.co
উদ্ধার হওয়া অবৈধ মদ।নিজস্ব চিত্র

গ্রেফতার হয় দুই পাচারকারি।কালচিনি পুলিশের নিমতি আউট পোষ্টের কড়া নজরদাড়িতে ৩১ নং জাতীয়সড়কে শেষ পর্যন্ত ধড়া পড়লো বে-আইনি মদসহ হরিয়ানা নম্বর প্লেটের ট্রাকটি।যার মধ্যে থেকে উদ্ধার হয় কাটুনে ভড়া ১৮০ মিলি প্রায় ২১৬০০ বে-আইনি মদের বোতল।

যা কিনা শুধুমাত্র অরুনাচল প্রদেশের জন্যই তৈরি বলে যানা যায়।পুলিশের ধারনা, অরুনাচল প্রদেশে দাম কম হওয়ায় পাচার হচ্ছিল মদ-নিষিদ্ধ বিহার রাজ্যে।

নিজস্ব চিত্র

যেখানে ছোটো বোতলে বিক্রি হলে মুনাফাও হয় অনেক বেশি। গ্রেফতার করা হয় গাড়িতে থাকা দুই পাচারকারি উত্তরপ্রদেশের চেতা কুমার এবং বিহারের সমস্তপুরের বাসিন্দা সুরেশ সাদা।তাদেরকে আজ আলিপুরদুয়ার আদালতে তোলা হবে।

আরও পড়ুনঃ মদ বিক্রির প্রতিবাদে থানা ঘেরাও স্থানীয় গৃহবধূদের

police super | newsfront.co
নগেন্দ্রনাথ ত্রিপাঠী, জেলা পুলিশ সুপার।নিজস্ব চিত্র

জেলা পুলিশ সুপার নগেন্দ্র নাথ ত্রিপাঠি বলেন, “একের পর এক গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে চলছিল এই মদ পাচার চক্র।অরুনাচলপ্রদেশ থেকে বিহারের পথেই যাচ্ছিল।উদ্ধার হওয়া মদের আনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here