নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
সোমবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ির দার্জিলিং মোড় এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতরের আধিকারিকরা। একটি ছোট গাড়ি দাঁড় করিয়ে সেখানে তল্লাশি চালায় আধিকারিকরা।
তল্লাশিতে উদ্ধার হয় সোনা। ঘটনায় গ্রেফতার করা হয় দুজনকে। ধৃতদের নাম মহম্মদ ফিরোজ(২৪) এবং আমির খান (২১)। ধৃত দুজনই মণিপুরের বাসিন্দা।
আরও পড়ুনঃ কোচবিহারে উদ্ধার অবৈধ মদ, গ্রেফতার ১
কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে মোট ২৫.৭৬৬ কেজি সোনা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকার বেশি।
এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে উদ্ধার হওয়া সোনা ইন্দো-মায়ানমার বর্ডার হয়ে শিলিগুড়িতে আসে। শিলিগুড়িতে সেই সোনা কাউকে দেওয়ার কথা ছিল। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে। ধৃতদের এ দিন শিলিগুড়ি আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584