দুটি বি এড কলেজের উদ্যোগে অনলাইনে যোগ ও সঙ্গীত দিবস পালন

0
89

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরিতে অবস্থিত ঋষি অরবিন্দ বি এড কলেজ এবং ঝাড়গ্রাম জেলাতে সাঁকরাইল ব্লকে অবস্থিত কুলটিকরী বি এড কলেজের উদ্যোগে সোমবার যৌথভাবে বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস পালিত হল ।

yoga teacher |  newsfront.co
নিজস্ব চিত্র

এই উপলক্ষ্যে এই দুই মহাবিদ্যালয়ের উদ্যোগে অনলাইনে একটি যৌথ ওয়েব কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। এই আলোচনাচক্রে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর অনলাইন এন্ড ডিসটেন্স এডুকেশনের অধ্যাপিকা ড: রূমা মিত্র এবং ভারত সরকারের শংসাপত্র প্রাপ্ত বিশিষ্ট, স্বনামধন্য যোগ শিক্ষক আলোক কুমার পাল। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুলটিকরী শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয়ের অধ্যাপক অরিজিৎ সিনহা ।

singing | newsfront.co
নিজস্ব চিত্র

আলোকবাবু যোগার বিভিন্ন দিক তুলে ধরেন এবং ড: রুমা মিত্র সংগীতে সুর ও ভাব সম্পর্কে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিকে ব্যক্ত করেন ।এই অনুষ্ঠানে দুই মহাবিদ্যালয়ে শারীরশিক্ষা বিভাগের অধ্যাপকদ্বয় পল্লব মান্না এবং তাজমেদ খান শিক্ষার্থীদের যোগ প্রদর্শনের মাধ্যমে উদ্বুদ্ধ করেন । এই দুই কলেজের ছাত্রছাত্রীরাও এই অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

young man | newsfront.co
নিজস্ব চিত্র
yogason | newsfront.co
যোগ দিবস পালন। নিজস্ব চিত্র

ঋষি অরবিন্দ বি এড কলেজের শিক্ষিকা সহেলী বেরা খান যোগের বিভিন্ন দিক গুলিকে নৃত্যের ছন্দে মাধ্যমে তুলে ধরেন । অনুষ্ঠানটিতে সঙ্গীত পরিবেশন করেন ঋষি অরবিন্দ মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যাপিকা সুলগ্না চক্রবর্তী এবং অধ্যাপক অমিত মন্ডল। পাঁচখুরি ঋষি অরবিন্দ বি এড কলেজের সম্পাদক মিঠুন বারিক সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন ।

teacher | newsfront.co
নিজস্ব চিত্র

পাশাপাশি মিঠুন বাবু,এই দিনটি বিশ্ব যোগ দিবস ও বিশ্ব সঙ্গীত দিবস হওয়ার সাথে সাথে বিশ্ব মানবতা দিবস ও বিশ্ব জলসম্পদ বিজ্ঞান দিবস হিসাবে সমান ভাবে পালনীয় সেটিও তাঁর বক্তব্যের মাধ্যমে সকলের সামনে তুলে ধরেন ।

আরও পড়ুনঃ কান্দিতে পালিত হল বিশ্ব সঙ্গীত দিবস

উল্লেখ্য এই দুটি কলেজ কোভিড পরিস্থিতিতে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে অনলাইন মাধ্যমে একাধিক ওয়েবনিয়ার, সেমিনার, ওয়েব কনফারেন্স,ওয়ার্কশপ, অনলাইন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করে চলেছে।যা ইতিমধ্যেই সরকারিভাবে প্রংশসিত হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here