নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়িঃ
ভারত থেকে নেপালে অবৈধভাবে প্রবেশ করতে পানিট্যাঙ্কিতে গ্রেফতার দুই বাংলাদেশি যুবক। ধৃতদের নাম বিলাল হুসেন (২৩) হাকিম আব্দুল (১৯)। ধৃত দুজনই বাংলাদেশের বাসিন্দা।
জানা গিয়েছে যে, শনিবার ভারত নেপাল সীমান্ত বরাবর পানিট্যাঙ্কি দিয়ে নেপালের দিকে যাচ্ছিল। ঠিক তখনই এসএসবি চেকপোস্টের কর্তব্যরত এস এসবির ৪১ তম ব্যাটালিয়নের জওয়ানদের সন্দেহ হয়। এরপর ওই দুই যুবককে আটক করে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়।
আরও পড়ুনঃ শালবনিতে মহিলার নগ্ন দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ পরিবারের
এরপর কোন বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাদের গ্রেফতার করা হয়। এর পাশাপাশি এসএসবি প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারে ধৃত দুই যুবক গত ৩১ জানুয়ারি ভারত বাংলাদেশ সীমান্তের চ্যাংরাবান্ধার বুড়িমাড়ি থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল।
ধৃতরা এজেন্টদের মারফত ভারত হয়ে নেপালে কাজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এর জন্য মাথাপিছু তারা ৬০ হাজার টাকা দিয়ে ছিল এজন্টদের। জিঞ্জাসাবাদে ধৃত দুই বাংলাদেশি তিনজন এজেন্টের নাম জানিয়েছে।
আরও পড়ুনঃ কান্দিতে আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ২
এরপর ধৃতদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এস এসবি। পুলিশ জানিয়েছে ভারতীয় ফরেনারস এক্ট অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584