দশ চাকা লরির ধাক্কায় মৃত ২ বাইক আরোহী

0
46

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ

road accident | newsfront.co
মৃত দুই।নিজস্ব চিত্র

মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা থানার কলেরগ্রামের কাছে।

জানা যায়, সম্পর্কে মামা ভাগ্নে তারা। তাদের বাড়ি ওন্দা থানার পুনিশোলে। মৃত দুই ব্যক্তির নাম রমজান আলী মন্ডল এবং আব্দুল আলী খাঁ।

road accident | newsfront.co
নিজস্ব চিত্র
local public  | newsfront.co
আব্দুস সালাম খান,স্থানীয় বাসিন্দা।নিজস্ব চিত্র
প্রত্যক্ষদর্শী।নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বাসের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষে মৃত ১,আহত ১৫

স্থানীয় সূত্রে জানা গেছে একটি বাইকে করে পুনিশোল থেকে বাঁকুড়া ঝাড়গ্রাম রাজ্য সড়ক ধরে রতনপুরে ঔষধ কিনতে যাবার পথে পিছন দিক থেকে একটি দশ চাকা লরি ধাক্কা মারে। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে দুই বাইক আরোহী। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর।

ওন্দা থানার পুলিশ গিয়ে মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ১০ চাকা লরিটিকে আটক করেছে ওন্দা থানার পুলিশ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here