নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রামঃ
লালগড়ে শবর মহিলাকে গণধর্ষণের ঘটনার অভিযোগে বিজেপির বুথ সহ-সভাপতি সহ দুজন কে গ্রেফতার করা হয়েছে । ধৃতেরা হলেন পতিত ভুইঁয়া ওরফে গদা (২২) ও রাজু ভুইঁয়া(১৯)। এদের বাড়ি লালগড় ব্লকের পূর্ণাপানি গ্রামে। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে,‘পতিত ভুইঁয়া পূর্ণাপানি গ্রামের বিজেপির বুথ সহ-সভাপতি এবং রাজু এলাকায় সক্রিয় কর্মী।’

যদিও বিজেপির পক্ষ থেকে ধৃতরা পার্টির সঙ্গে ‘যুক্ত নয়’ বলে জানানো হয়েছে। শুক্রবার গভীর রাতে লালগড় থানায় বিষয়টি লিখিত ভাবে জানায় শবর মহিলা। রাতেই লালগড় থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে।
আরও পড়ুনঃ সাগরদিঘিতে পথ দুর্ঘটনায় মৃত ১
পুলিশ ধৃতদের বিরুদ্ধে ৩৭৬(ডি) অর্থাৎ গণধর্ষণ ধারায় মামলা রুজু করে শনিবার ঝাড়গ্রামের সিজেএম ভারপ্রাপ্ত বিচারক সমরজিৎ রায়ের এজলাসে তোলেন।
আরও পড়ুনঃ হলদিয়াতে বাইকে আগুন ঘিরে চাঞ্চল্য
বিচারক সমরজিৎ রায় ধৃত বিজেপি নেতা সহ দুইজনের জামিন খারিজ করে ২ দিনের পুলিশি হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584