দলীয় রশিদে তোলা বাজি, গ্রেফতার দুই বিজেপি কর্মী

0
52

পিয়ালী দাস, বীরভূমঃ

দলীয় রশিদ দিয়ে বেসরকারি কয়লা উত্তোলন সংস্থার কাছে এক লক্ষ টাকা তোলাবাজির জন্য পুলিশ গ্রেফতার করল বিজেপির দুই সক্রিয় কর্মীকে। যদিও তোলাবাজির মূল মাথা বিজেপির খয়রাশোল ব্লকের মন্ডল বি সভাপতি রথীলাল সিংহ পলাতক। ঘটনাটি ঘটেছে দিন দুয়েক আগে কয়লা উত্তোলনকারী সংস্থার তর্কে।

two bjp workers arrested in khoyrasol | newsfront.co
প্রতীকী চিত্র

জানা যাচ্ছে, গত সাত তারিখ হঠাৎই দুপুরবেলায় বিজেপির দলীয় অনুদানের রশিদে এক লক্ষ টাকা লিখে দিয়ে দেয় সুশীল বাউরী ও তাপস বাউড়ি কিন্তু রশিদের নিচে পরিষ্কারভাবে নির্দেশিকা দেওয়া আছে কোন ভাবেই ১৯ হাজার টাকার বেশি অনুদান নেওয়া যাবে না রশিদের দলীয় নির্দেশিকা দেখিয়ে বিজেপি কর্মীদের আমরা বলি কেন এক লক্ষ টাকা চাইছেন এই প্রশ্ন করতেই বেজায় ক্ষেপে যায় ওই দুই বিজেপি কর্মী সঙ্গে সঙ্গে তারা ফোন করে বিজেপির ব্লক সভাপতি রথীলাল সিংহকে।

আরও পড়ুনঃ বিজেপি করার অপরাধে ধান চাষে বাধা

তিনি ফোনে জানায় রশিদে ওরকম দলীয় নির্দেশ থাকে কিন্তু সেই নির্দেশ মানতে গেলে দল উঠে যাবে তাই আপনারা বেশি প্রশ্ন না করে এক লক্ষ টাকা দিয়ে দিন। কার্যত হুমকির সুরে রথীলাল সিংহ বলে টাকা না দিলে কাজ বন্ধ করে দেওয়া হবে তাই তখনকার মত কাজ বন্ধ হওয়ার উক্তি এক লক্ষ টাকা দিয়ে দেওয়া হয়
কয়লা উত্তোলন সংস্থার তরফে অভিযোগ করা হয় বিজেপির অনুদান রশিদে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্বাক্ষর আছে।

two bjp workers arrested in khoyrasol | newsfront.co
নিজস্ব চিত্র

সেই নির্দেশ অমান্য করে বিজেপি কর্মীরা রীতিমত ভয় দেখিয়ে টাকা আদায় করেছে। সেই মর্মে লোকপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয় তিনজন বিজেপি কর্মীর বিরুদ্ধে, সেই অভিযোগের ভিত্তিতে বুধবার লোকপুর থানার পুলিশ সুশীল বাউরী এবং তাপস বাউরীকে গ্রেপ্তার করে দুবরাজপুর আদালতে নিয়ে যায়, বিচারক অভিযুক্তদের এক দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল জানিয়েছেন, কি ঘটনা ঘটেছে তা জানি না, খোঁজ নিয়ে দেখতে হবে।

অন্যদিকে বীরভূম জেলা তৃণমূলের সহ-সভাপতি অভিজিৎ সিনহা বলেন, যেমন পরিবারের কর্তা হবেন তেমনি পরিবারের অন্য সদস্যরা হবে এটাই স্বাভাবিক। যে দলের কেন্দ্রীয় নেতৃত্ব খুন, রাহাজানি, সহ একাধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত সে দলের কর্মীরা মানুষকে ভয় দেখাবে, তোলা তুলবে, এটাই স্বাভাবিক, জেলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীরা নানাভাবে ব্যবসায়ীদের কাছ থেকে ভয় দেখিয়ে টাকা তুলছে পুলিশ যথাযথ ব্যবস্থা নিক।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here