পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জের দেবিনগর শ্যামপুরের বাসিন্দা দুই স্কুল ছাত্রকে খেলা থেকে বাড়ি ফেরার পথে তিন দুষ্কৃতী পিছন থেকে ধাক্কা মেরে অজ্ঞান করে পাচার করার চেষ্টা করে।অবশেষে রাধিকাপুর থেকে কলকাতা এক্সপ্রেসে ওই বালকদের নিয়ে যাওয়ার সময় তারা দুষ্কৃতীদের হাত থেকে রক্ষা পায়।সাধারন মানুষের সহযোগিতায় তারা কোনো মত করে নিজেদের রক্ষা করে পুলিশকে সমস্ত ঘটনা জানায়।জানা যায়, রায়গঞ্জের দেবীনগরের বাসিন্দা রাজদীপ সাহা(১২) ও সুর্য সাহা(১০)।
আরও পড়ুন: টোলপ্লাজাতে দুটি ট্রাকের সংঘর্ষ,মৃত দুই
তারা খেলার মাঠ থেকে খেলে বাড়ি ফেরার পথে পিছন থেকে নাকে কাপড় দিয়ে মুখবন্ধ করে অজ্ঞান করে রায়গঞ্জ থেকে কলকাতা নিয়ে যাবার সময় কালিয়াগঞ্জ জ্ঞান ফেরে তাদের।জ্ঞান ফেরার পরে দুষ্কৃতিকারীদের হাতে কামড় দিয়ে ছুটে আসে দুই বালক ও আশেপাশের সাধারন মানুষ তাদের উদ্ধার করে।অবশেষে কালিয়াগঞ্জ থানায় খবর দেওযা হয়। পুলিশ তাদের উদ্ধার করে রাজদীপের মেসোর বাড়ি কালিয়াগঞ্জ ভবানি মন্দিরে খবর দেয়।পরে তাকে তার মেসোর কাছে পাঠায়।অন্য ছাত্রর পরিবারেও খবর দেওয়া হয়।কালিয়াগঞ্জ ও রায়গঞ্জ থানায় লিখিত ভাবে দুই ছাত্রের পরিবারের পক্ষ থেকেও অভিযোগ করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584