নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
সত্তানকুলাম পুলিশ স্টেশনে হেফাজতী মৃত্যু তদন্তে নিযুক্ত আরও দুই সিবিআই গোয়েন্দা করোনা আক্রান্ত হলেন এবং তাঁদের সংস্পর্শে এসে আক্রান্ত হলেন আরো অনেকেই; আক্রান্ত হলেন অভিযুক্ত স্পেশাল সাব ইন্সপেক্টরও।
পি জয়রাজ এবং তাঁর পুত্র বেনিক্সের মৃত্যু হয় সত্তানকুলাম থানায় পুলিশ হেফাজতে, এই হেফাজতী মৃত্যুর তদন্ত করতে ১০ জুলাই অতিরিক্ত সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বিজয় কুমার শুক্লার নেতৃত্বে সিবিআই-এর এক স্পেশাল টিম দিল্লি থেকে মাদুরাই এসে পৌঁছায়।
আরও পড়ুনঃ তবলিঘি জমায়েতে যোগ দেওয়া ৫৩ জন বিদেশী নাগরিক দেশে ফিরলেন
শ্রী শুক্লার থাকার ব্যবস্থা হয়েছিল স্থানীয় সার্কিট হাউসে, সেখানেই দশজন অভিযুক্ত পুলিশ আধিকারিক এর মধ্যে আটজনকে হেফাজতে নেওয়া হয়। এঁদের জিজ্ঞাসাবাদ করার জন্য দুটি দলে ভাগ করে নেওয়া হয়েছিল। একটি দলে ছিলেন সত্তানকুলাম থানার স্পেশাল সাব ইন্সপেক্টর যিনি অন্যতম অভিযুক্ত।
এখানেই দুজন সিবিআই গোয়েন্দা জ্বরে আক্রান্ত হন, করোনা টেস্ট-এর পর ২১ জুলাই রিপোর্ট আসে পজিটিভ। স্থানীয় রেলওয়ে হাসপাতালের একটি ওয়ার্ড পুলিশ আধিকারিক যাঁরা করোনা আক্রান্ত তাঁদের জন্য বিশেষ ভাবে কোভিড ওয়ার্ড হিসেবে রাখা হয়েছে, সেখানেই এই দুই সিবিআই গোয়েন্দাকেও ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ হায়দ্রাবাদ এনকাউন্টার: তদন্ত কমিশনের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি
এরপরে আরও দুই সিবিআই আধিকারিকের জ্বরের লক্ষণ দেখা দিলে মাদুরাই করপোরেশন বাকি সকল আধিকারিকেরও কোভিড টেস্টের ব্যবস্থা করে। বৃহস্পতিবার দুই গোয়েন্দার রিপোর্ট আসে পজিটিভ। তাঁদেরও স্থানান্তরিত করা হয়েছে রেলওয়ে হাসপাতালে। মাদুরাই কর্পোরেশন এরপর সম্পুর্ন বাড়ি স্যানিটাইজ করার সিদ্ধান্ত নেয় এবং স্বাস্থ্য দপ্তরের আদেশ অনুসারে সকলকে অন্যত্র স্থানান্তরিত করে ব্যবহৃত ঘরগুলি বন্ধ করে দেওয়া হয় জীবাণুমুক্ত করার জন্য।
ইতিমধ্যে জানা যায় অভিযুক্তদের মধ্যেও করোনা ছড়িয়েছে, তাঁরা ছিলেন মাদুরাই সেন্ট্রাল জেলে। তাঁদের মধ্যে দুজন ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ জনিত অসুখের শিকার। এঁদের সকলকে আপাতত সরকারি রাজাজি হাসপাতালে স্থানান্তরিত করে জেল চত্বরও জীবাণুমুক্ত করার কাজ চালাচ্ছে পুরসভা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584