নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল ভাই-বোনের। একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে করণদিঘির থানার মস্তানচক পাড়ায়।
পুলিশ জানিয়েছে, মৃত দুই শিশুর নাম দেবা বাস্কে এবং জয়া মার্ডি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আরও পড়ুনঃ আক্রান্ত জগৎবল্লভপুর থানার ১১ পুলিশ কর্মী
জানা গিয়েছে, করণদিঘি থানার মস্তানচক পাড়ার বাসিন্দা দেবা এবং তার বোন জয়া বৃষ্টির মধ্যে বাড়ির সামনে খেলা করছিল। খেলার শেষে পুকুরের স্নান করতে নেমে তারা তলিয়ে যায়। পরিবারের সদস্যরা এসে দুই শিশুকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। প্রতিবেশীরা খবর পেয়ে ছুটে এসে পুকুর থেকে দুজনকে উদ্ধার করে করণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক দুই শিশুকে মৃত বলে ঘোষণা করে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584