মনিরুল হক, কোচবিহারঃ
কয়েক ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই শিশুকন্যার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারের মেখলিগঞ্জে।এরপরেই মৃত শিশুদের আরও দু’বোন, এক ভাই ও মাকে ভর্তি করা হল হাসপাতালে। শিশুমৃত্যুর ঘটনায় হাসপাতালের চিকিৎসকদের দাবি, নির্দেশ মানেনি রোগীর পরিবার। অসুস্থ শিশুকন্যাদের হাসপাতালে নিয়ে এলে বেশ কিছু পরীক্ষা করেন কর্তব্যরত চিকিৎসকরা। তারপর শারীরিক পরিস্থিতি বুঝে টেস্টও করতে দেন। তবে পরিবারের তরফে সেসব কিছুই করা হয়নি। উলটে মেয়েরা সুস্থ হচ্ছে না বলে বাড়িতে নিয়ে যাওয়া হয়। তারপরেই মৃত্যু হয় দুই শিশুকন্যার।
এদিকে শিশুকন্যাদের মৃত্যুর পরে ফের অসুস্থ হয়ে পড়ে ওই পরিবারের আরও দুই শিশুকন্যাসহ এক শিশুপুত্র ও তাদের মা। চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অসুস্থতার প্রকৃত কারণ কীতা খতিয়ে দেখছেন চিকিৎসকরা। তবে অপুষ্টি ও অনাহার ওই দুই শিশুকন্যার মৃত্যুর অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন চিকিৎসকরা। যদিও পরিবারের দাবি, কার্যত বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে দুই শিশুর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584