নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
আবারও করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার সন্দেহে দুই মহিলাকে ভর্তি করা হলো উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে।
জানা গেছে, গরুবাথানের এক যুবতী এবং শিলিগুড়ি হাকিমপাড়ার এক মহিলাকে ইতিমধ্যেই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অপরদিকে মেডিক্যাল সূত্রে জানা যায় গরুবাথানের বাসিন্দা ২২ বছর বয়সী ওই যুবতী গত ১৪ দিন আগে গুজরাত থেকে ফিরেছে।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় উত্তর দিনাজপুর জেলায় কোয়ারান্টাইন কেন্দ্র
এর পাশাপাশি শিলিগুড়ি হাকিমপাড়ার ২৯ বছর বয়সী ওই মহিলা গত ২৮ ফেব্রুয়ারি ওমান থেকে ভারতে এসেছে। জানা যায় ওই মহিলার স্বামী ওমানে বেসরকারী সংস্থায় কর্মরত।
এই বিষয়ে মেডিক্যাল কর্তৃপক্ষ জানিয়েছে যে ওই দুজনেরই নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য কলকাতার নাইসেডে পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি পাঁচজন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584