রাজ্যে ২৫০ বেডের ২ টি কোভিড হাসপাতাল তৈরি করবে DRDO, অর্থ বরাদ্দ পিএম কেয়ার্সের টাকায়

0
72

নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ

করোনার দ্বিতীয় ঢেউয়ে যেভাবে ভেঙ্গে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা, ঘাটতি দেখা দিয়েছিল বেড, অক্সিজেন এমনকি করোনা প্রতিষেধক রেমডিসিভিরের সরবরাহেও। সেই কঠিন পরিস্থিতির কথা মাথায় রেখে তৃতীয় ঢেউ আসার আগেই রাজ্যগুলির স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে জোর দিচ্ছে কেন্দ্র সরকার। ইতিমধ্যেই রাজ্যে নতুন করোনা হাসপাতাল খোলার জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে পিএম কেয়ার্সের ফান্ড থেকে ৷

covid hospital | newsfront.co
প্রতীকী চিত্র

তৃতীয় ঢেউয়ে রুখে দাঁড়াতে পিএম কেয়ার্স ফান্ডের বরাদ্দে তৈরি হতে চলেছে ২টি কোভিড হাসপাতাল। বহরমপুর ও কল্যাণীতে তৈরি হবে ২৫০ বেডের এই দুটি হাসপাতাল। মূলত, রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও মজবুত করে তুলতেই এই উদ্যোগ।

আরও পড়ুনঃ লাগবে না কোউইন-এ রেজিস্ট্রেশন, বয়স ১৮-র ঊর্ধ্ব হলে টিকাকেন্দ্রে গেলেই মিলবে ভ্যাকসিন

উল্লেখ্য, হাসপাতাল দুটি তৈরি করবে ডিআরডিও (DRDO)। পূর্বে বহরমপুরে ডিআরডিও পরিচালিত ১,০০০ শয্যার কোভিড হাসপাতাল তৈরি করার জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা বহরমপুর সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি জানিয়েছেন যে, হাসপাতালের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় আপাতত ২৫০ শয্যার কোভিড হাসপাতাল তৈরি হবে বহরমপুরে।

আরও পড়ুনঃ ভ্যাকসিনের দুটি ডোজের পরেও দরকার হতে পারে বুস্টারের, জানালেন এইমস অধ্যাপক

তবে পাশাপাশি দুটি জেলাতেই ২টি একই পরিষেবা প্রদানকারী কোভিড হাসপাতাল তৈরির সিদ্ধান্ত নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই পিএম কেয়ার্স ফান্ডের টাকায় তৈরি বহরমপুর কোভিড হাসপাতালে অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। এবার সেই ফান্ডের বরাদ্দ টাকায় ২ টি কোভিড হাসপাতাল পেতে চলেছে বহরমপুর ও কল্যাণী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here