মনিরুল হক, কোচবিহারঃ
সমকাজে সমবেতন-সহ একাধিক দাবিতে আগামী ৪৮ ঘন্টার জন্য ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যাঙ্ক কর্মচারীরা। এর ফলে ভেঙে পড়তে পারে গোটা দেশের ব্যাঙ্ক পরিষেবাও। ব্যাহত হতে পারে এটিএমও পরিষেবাও।
সাধারণ মানুষের সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভবনা থাকা সত্ত্বেও এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হলেন অল ইণ্ডিয়া রিজিওনাল রুরাল ব্যাঙ্ক অফিসার্স ফেডারেশনের কর্মীবৃন্দ। শুক্রবার সকালে কোচবিহার জেলার সাগরদীঘি সংলগ্ন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কার্যালয়ের সামনে ব্যাঙ্ক কর্মচারীরা সকল পরিষেবা বন্ধ করে বিক্ষোভ শুরু করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি স্তরে বারবার তাঁদের দাবি দাওয়া জানিয়ে আসছেন ওই ব্যাঙ্ক কর্মচারীরা। কিন্তু তাদের কোনও সমস্যার সুরাহা হয়নি, বরং বছরের পর বছর বঞ্চনারই শিকার হয়ে চলেছেন তারা। তাই বাধ্য হয়েই তারা প্রথম ধাপে এই দু’দিনের ধর্মঘটের ডাক দিয়েছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ আলিপুরদুয়ারে সফল সাধারণ ব্যাঙ্ক ধর্মঘট
এ দিন এই বিষয়ে ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের পক্ষ থেকে দেবাশিস সেনগুপ্ত জানান, বেতন বৃদ্ধি, অন্যান্য কর্মাশিয়াল ব্যাঙ্কগুলির ন্যায় পেনশন, চাকরীজনিত সুযোগ সুবিধা,সপ্তাহে ৫ দিনের কর্মদিবস, প্রভৃতি দাবি পুরণ না হওয়া পর্যন্ত তাঁদের এই আন্দোলন চলবে।
তিনি আরও জানান, শুক্রবার ও শনিবার এই দু’দিন ধর্মঘট চলবে ১২ দফা দাবিতে। তবে তারপরও তাদের দাবি পূরণ না হলে আগামী মার্চ মাসে পরপর ৩ দিন ধর্মঘটের ডাক দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। দ্বিতীয় দফার সেই আন্দোলনেও কাজ না হলে এরপর তারা লাগাতার ধর্মঘটের পথে হাঁটবেন বলে জানান তিনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584