দু’দিনের বৃষ্টিতে লালগোলার বাসুমাটি বাঁধের অবস্থা সঙ্কটজনক

0
92

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের লালগোলা থানার নরসিংপুর এলাকার দুই দিনের বৃষ্টিতে লালগোলা ব্লকের কদমতলা বাসুমাটি বাঁধের অবস্থা খুবই সঙ্গীন।

two days continuous rain river bank damage | newsfront.co
নিজস্ব চিত্র

বসে গেছে বাঁধের ১০০ ফুট এরিয়া। এর জেরে আতঙ্কিত কদমতলাবাসী। স্থানীয় বাসিন্দা মাসাদুল হক এর কথায়, “নরসিংপুর কদমতলা বাসুমাটি এলাকার বাঁধের উপর নির্ভর করে কয়েকটি এলাকা বা শুধু লালগোলা ব্লকই নয়, সম্পূর্ণ মুর্শিদাবাদ জেলাটি বেঁচে আছে। বর্তমানে বাঁধের অবস্থা কঠিন থেকে কঠিনতর।“

two days continuous rain river bank damage | newsfront.co
মাসাদুল হক, স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রবল বর্ষণে নাজেহাল পর্যটক, সতর্কতা দিঘা সৈকতে

বাঁধের বিস্তর অঞ্চল ধসে গেছে এবং এক থেকে দেড় কাঠা অঞ্চলে ফাটল ধরেছে। ইডিকেশন বিভাগ থেকে ইঞ্জিনিয়াররা এসে, বিডিও এসে পরিদর্শন করে গিয়েছেন।

লালগোলা থানার আধিকারিক এসেও পরিস্থিতি দেখে গিয়েছেন। মাসাদুল আরও জানান, “তাঁরা প্রাথমিক ভাবে বস্তা, মাটি দিয়ে এই অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। যদিও আমরা গ্রামবাসিরা চেয়েছিলাম পাথর দিয়ে এই অবস্থা রুখে দেওয়ার, কারণ শুধু মাটি দিয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে না।“

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here