নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
অতিমারীর কবলে দীর্ঘদিন নাট্যমঞ্চের তালা বন্ধ থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সবকিছু। আগামী ২৪ ও ২৫ জানুয়ারি ‘রাসবিহারী শৈলুষিক’ আয়োজন করেছে দু’দিন ব্যাপী এক নাট্য উৎসবের। অ্যাকাডেমির মঞ্চে ওই দুদিন মঞ্চস্থ হবে মোট চারটি নাটক। রয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায় নির্দেশিত ‘বিশ্বাসঘাতক’, অবন্তী চক্রবর্তীর নির্দেশনায় ‘কুসুম কুসুম’, নীল মুখোপাধ্যায়ের নির্দেশনায় ‘গিরগিটি’, পৌলমী চট্টোপাধ্যায় নির্দেশিত ‘অন্ধযুগ’।
‘রাসবিহারী শৈলুষিক’-এর অন্যতম সক্রিয় সদস্য দেবজিত ঘোষ করোনাকালে প্রয়াত হন। দলের প্রতি তাঁর অবদানকে স্মরণে রেখে এই নাট্যোৎসবের আয়োজন।
কমলেশ্বর মুখোপাধ্যায় নির্দেশিত ‘রাসবিহারী শৈলুষিক’ নিবেদিত ‘বিশ্বাসঘাতক’ নাটকটি পদ্মনাভ দাশগুপ্ত’র লেখা। কেন্দ্রে রয়েছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। ঐতিহাসিকদের মতে, নবাব ছিলেন মদ্যপ এবং দুশ্চরিত্র। আবার গিরিশ চন্দ্র ঘোষ এবং শচীন্দ্রনাথ সেনগুপ্ত’র মতো নাট্যকাদের মতে সিরাজ ছিলেন প্রকৃত অর্থে দেশনায়ক৷ এক নবাব নিয়ে ভিন্ন মত নানা মহলে।
সেই সময়কার রাজনৈতিক প্রেক্ষাপটের সঙ্গে বর্তমান ভারতীয় রাজনীতির মিল কোথায় তা খতিয়ে দেখা হবে এই নাটকে। পাশাপাশি এই সময়ে দাঁড়িয়ে এই নাটক কতটা প্রাসঙ্গিক তারও উত্তর খুঁজবে ‘বিশ্বাসঘাতক’।
আরও পড়ুনঃ রেশমির জীবন ঘেরা ‘শেষের কাহিনী’
সিরাজের চরিত্রে পদ্মনাভ দাশগুপ্ত, মীর্জাফরের চরিত্রে নবকুমার ব্যানার্জি, রাজবল্লভের চরিত্রে অসীম রায়চৌধুরী, আলিবর্দি খাঁ’র চরিত্রে গৌতম পুরকায়স্থ, ক্লাইভের চরিত্রে ডঃ অর্জুন দাশগুপ্ত, মোহনলাল- শ্রীদীপ চ্যাটার্জি, লুতফন্নিসা বেগমের চরিত্রে নবনিতা দত্ত, ঘসেটির চরিত্রে শ্রেয়া সিনহা। এছাড়াও অন্যান্য চরিত্রে আছেন শ্রমণা ঘোষ, শর্মিষ্ঠা মুখার্জি, লিপিকা চ্যাটার্জি।
আরও পড়ুনঃ পঞ্চম বর্ষে ‘সিনেমার সমাবর্তন’ উৎসর্গ করা হবে সৌমিত্র চট্টোপাধ্যায়কে
২৪ জানুয়ারি দুপুর ২ঃ৩০ মিনিটে ‘বিশ্বাসঘাতক’, সন্ধ্যা ৬ঃ৩০ মিনিটে ‘কুসুম কুসুম’-এর পরে মঞ্চস্থ হবে ‘গিরিগিটি’ (সঠিক সময় জানা যায়নি এখনও), ২৫ জানুয়ারি সন্ধে ৬ টায় দেবশঙ্কর হালদার অভিনীত ‘অন্ধযুগ’।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584