অমৃতা চন্দ, কোচবিহারঃ
কমল গুহর ৯২ তম জন্ম উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা শুরু হচ্ছে দিনহাটায়। দিনহাটার সংহতি ময়দানে দুই দিন ব্যাপী এই মেলা শুরু হবে ১৮ জানুয়ারি। চলবে ১৯ শে জানুয়ারী পর্যন্ত। বেলা গুহ দুঃস্থ মহিলা ও শিশু কল্যাণ সমিতি ও ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দিনহাটা শাখা পরিচালনায় এবং দিনহাটা পুরসভার সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে বলে বৃহস্পতিবার দিনহাটার সংহতি ময়দানে সাংবাদিক বৈঠক করে একথা জানান স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক বিধায়ক উদয়ন গুহ, সভাপতি আই এম এর দিনহাটা শাখার সম্পাদক বিদ্যুৎ কমল সাহা। দুই দিন ব্যাপী স্বাস্থ্য মেলা ছাড়াও ১৭ জানুয়ারী স্বাস্থ্যের জন্য হাটুন পদযাত্রা অনুষ্ঠিত হবে।
স্বাস্থ্য মেলা কমিটির সম্পাদক উদয়ন গুহ, সভাপতি ডাঃ বিদ্যুৎ কমল সাহা জানান দশম বর্ষ এই স্বাস্থ্য মেলায় এ রাজ্যের বিভিন্ন স্থানের পাশাপাশি ভারতবর্ষের কয়েকটি রাজ্য থেকে বিশেষজ্ঞ ৪৫ চিকিৎসকরা দিনহাটার এই মেলায় স্বাস্থ্য পরিষেবা দিতে আসছেন। কয়েক হাজার মানুষের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াও বিভিন্ন রকম ঔষধ প্রদান করা হবে বলেও তারা জানান। এই মেলাকে ঘিরে জোর প্রস্তুতি শুরু হয়েছে। কমল গুহর ৯২ তম জন্ম উৎসব উপলক্ষে দুই দিনব্যাপী স্বাস্থ্যমেলা পাশাপাশি ৬ দিনব্যাপী নানা অনুষ্ঠান আয়োজিত হবে সংহতি ময়দানে। জানা গেছে ১৭ ই জানুয়ারি স্বাস্থ্যের জন্য হাঁটুন পদযাত্রা ছাড়াও বিকালে সংহতি মেলার শুভ উদ্বোধন হবে। এ ছাড়াও স্থানীয় ও বহিরাগত শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা অনুষ্ঠান আয়োজিত হবে কয়েকদিন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584