হলদিবাড়িতে দু’দিনের হুজুরের মেলার সূচনা

0
222

মনিরুল হক, কোচবিহারঃ

হুজুরের মেলা শুরু হলো কোচবিহারের হলদিবাড়িতে। মঙ্গলবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হল হুজুর সাহেবের একরামিয়া ইসালে সওয়াব কমিটি পরিচালিত হুজুর সাহেবের মেলা।

two days hujur fair start in coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন মেলার শুভ সূচনা করেন কমিটির সভাপতি গদ্দীনশিন হুজুর খন্দকার আফজালুল হক। এদিন সেখানে উপস্থিত ছিলেন কমিটির সম্পাদক লুৎফর রহমান, পরবর্তীতে সেখানে উপস্থিত হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পর্যটন মন্ত্রী গৌতম দেব, পরেশ অধিকারী সহ আরও অনেকে।

two days hujur fair start in coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন মেলা কমিটির সম্পাদক লুৎফর রহমান জানান, প্রতি বছর হলদিবাড়ি তে এই মেলা অনুষ্ঠিত হয়।এই মেলা ৭৬ তম বর্ষ পদার্পণ করলো। এই মেলা দুদিন অনুষ্ঠিত হয়। দুই দিনের মেলায় কয়েক লক্ষ লোক উপস্থিত হবে। আজ তার প্রথম দিন।

two days hujur fair start in coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

হলদিবাড়ি থানা সূত্রে জানা যায়,হুজুরের মেলায় নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা চত্বর। মেলা প্রাঙ্গণে রয়েছে একটি পুলিশ ক্যাম্প।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর সফর উপলক্ষে মাঠ পরিদর্শন জেলা প্রশাসনের

two days hujur fair start in coochbehar | newsfront.co
নিজস্ব চিত্র

মেলা চলাকালীন সর্বক্ষণ উপস্থিত আছেন এসপি ডাঃ সন্তোষ লিম্বকর, ট্রাফিক ডিএসপি ডাঃ চন্দন দাস, এসডিপিও মেখলিগঞ্জ সিদ্ধার্থ দর্জি, আইসি পদ মর্যাদার বেশ কয়েকজন অফিসার। মহিলা পুলিশ সহ কনস্টেবল প্রায় ৭০০ জনের মতো।এছাড়াও রয়েছে মেলা কমিটির নিজস্ব প্রায় ৫৫০জন স্বেচ্ছাসেবক। এছাড়াও মেলা প্রাঙ্গণে রয়েছে দমকলের একটি ইঞ্জিন ও অ্যাম্বুলেন্স।

জেলা পুলিশ সুপার ডা: সন্তোষ নিম্বালকর বলেন, ড্রোনের সাহায্যে সমস্ত মেলা প্রাঙ্গণে নজরদারি চালানো হচ্ছে। ইতিমধ্যে প্রচুর পুরণার্থীদের সমাগম শুরু হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here