করোনা আবহে দু’দিনের ভার্চ্যুয়াল অধিবেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থার

0
42

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

আমেরিকা বারংবার করোনা ভাইরাসের সংক্রমণের জন্য চিনকে দায়ী করেছে। শুরু থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে রেষারেষি চলছে। এরই মধ্যে সোমবার থেকে করোনা নিয়ে দুদিনের ভার্চ্যুয়াল অধিবেশন শুরু করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অধিবেশন সাধারণত তিন সপ্তাহব্যাপী হয়ে থাকে। তবে এবার শুধু করোনাভাইরাস নিয়ে আলোচনার জন্য দুই দিনের ভার্চ্যুয়াল অধিবেশন হচ্ছে।

WHO | newsfront.co
ছবিঃ দি গার্ডিয়ান

বিশ্বে করোনাভাইরাসে ৪৭ লক্ষ মানুষ সংক্রমিত হয়েছেন। করোনা আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৩ লক্ষেরও মানুষের মৃত্যু হয়েছে। এবারের অধিবেশনে কয়েকজন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান, স্বাস্থ্যমন্ত্রী ও অন্যান্য শীর্ষ নেতৃত্ব যুক্ত হচ্ছেন। করোনা নিয়ে নিরপেক্ষ তদন্ত শুরু হতে চলেছে। যৌথভাবে উদ্যোগ নিয়েছে অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন।

আরও পড়ুনঃ উঠে যাওয়ার ভয়ে সন্ত্রস্ত্র সেনাবাহিনীর মূল শক্তি সরকারি অর্ডিন্যান্স ফ্যাক্টারিগুলি

কোভিড-১৯ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু-র প্রতিক্রিয়া নিয়েও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানানো হয়েছে। এই বিষয়ে একটি খসড়া প্রস্তাবও তৈরি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, করোনাভাইরাসের সঙ্কট নিয়ে নিরপেক্ষ, স্বাধীন এবং সবিস্তার তদন্ত হওয়া প্রয়োজন। প্রয়োজনে সদস্য দেশগুলোর সঙ্গে আলোচনা করে হু-কে দিশা ঠিক করার আহ্বান জানানো হয়েছে এই প্রস্তাবে।

শুধু তাই নয়, এই ভাইরাসের সংক্রমণ রুখতে কতটা নিরেপক্ষ পদক্ষেপ করা হয়েছিল তা নিয়েও তদন্তের প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়ায়। সোমবার থেকেই শুরু হচ্ছে ৭৩তম ওয়ার্ল্ড হেল্থ অ্যাসেম্বলি-র বৈঠক। সেখানেই এই সব বিষয় নিয়ে আলোচনা হবে। ওই বৈঠকে থাকছে ভারতও।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here