মালদা, ০৩ মার্চঃ হোলির রাতে মোটর বাইক দুর্ঘটনায় মৃত দুই আহত এক। হেলমেট ছিলোনা কারো মাথায় পুলিশের অনুমান। শুক্রবার গভীর রাতে মালদা শহরের রথবাড়ি ফ্লাইওভারে ঘটে দুর্ঘটনাটি। পুলিশ প্রথমে আশঙ্কাজনক তিন বাইক আরোহীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করলে চিকিৎসকেরা সত্যজিৎ মন্ডল(১৯) নামে এক বাইক আরোহীকে মৃত বলে ঘোষনা করে। তার বাড়ি ইংরেজ বাজার থানার মাধবনগর এলাকায়। কয়েক ঘন্টা চিকিৎসা চলার পর শনিবার ভোরে মৃত্যু হয় আরেক বাইক আরোহী রিক মন্ডলের(১৮)। তার বাড়ি মালদা শহরের কে জে স্যান্যাল রোড এলাকায়। সে দশম শ্রেণীতে পড়াশোনা করতো। আশঙ্কাজনক অবস্থায় প্রসেনজিৎ মজুমদারের(২০) চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। তার বাড়ি মালদা শহরের সিঙ্গাতলা এলাকায়। সে দশম শ্রেনীর ছাত্র। পুলিশ দুইটি মৃতদেহ ময়নাতদন্তর জন্য পাঠায়। ঘাতক মোটর বাইক উদ্ধার করে তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ। মোটর বাইক দুর্ঘটনায় দুই তরুনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। রাজ্য জুরে ‘সেভ ড্রাইভ সেভ লাইফ’ এর প্রচার চালালেও দুর্ঘটনা কমছেনা শহরে। প্রশ্নের মুখে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584