রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
টানা কয়েকদিন বৃষ্টির জেরে মাটির দেওয়াল চাপা পড়ে মৃত দুই শিশুর সেই সঙ্গে আহত হয়েছে আরও তিন শিশু।
বুধবার সন্ধ্যা সাতটা নাগাদ কান্দি থানার অন্তর্গত গোকর্ণ বায়েন পাড়া এলাকায় টানা কয়েকদিন বৃষ্টির জেরে বৃষ্টির জলে প্রাচীরের ভিত নরম হয়ে যাওয়ার ফলে প্রচীর চাপা পড়ে মৃত্যু হয় দুই শিশুর। সেই সঙ্গে আহত হয়েছে আরও তিনটি শিশু।
আরও পড়ুনঃ পথ দুর্ঘটনায় মৃত্যু তৃনমূল নেতার
স্থানীয় সূত্রে জানা যায়, বাচ্চা পাঁচটি পুজোর মন্ডপে মন্ডপে ঘোরার পর খেলা করছিল প্রাচীরের গায়ে। হঠাৎ করে দেওয়াল পড়ে চাপা পড়ে যায় তারা। পুড়ে যাওয়ার আওয়াজ শুনতে পেয়ে ছুটে যায় আশেপাশের মানুষজন। ঘটনাস্থলে মৃত্যু হয় মেম বায়েনের(৬)।
বাকি চারজনকে উদ্ধার করে গোকর্ণ প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। তাদের সবারই আশঙ্কাজনক অবস্থা দেখে বহরমপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অপরপ এক শিশুকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে গোটা গোকর্ণ বায়েন পাড়া এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584