নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
শনিবার সকালে জনশতাব্দী এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লেগে পুরোপুরি দুমড়ে গেল একটি গাড়ি।
2 car passengers killed after a car which was illegally crossing the railway tracks between Potahi-Nadwan on Patna-Gaya section (Bihar), was hit by Patna-Ranchi Janshatabdi Special train today. No disruption in rail traffic: Indian Railways pic.twitter.com/gJd21Gqb15
— ANI (@ANI) July 18, 2020
এখনও পর্যন্ত ট্রেনের ধাক্কায় গাড়ির ২ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। বিহারের পোতাহি ও নাদোয়ানের মাঝে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। সূত্রের খবর, নিয়ম না মেনেই ওই গাড়িটি রেল লাইন ক্রস করতে গেছিল। আর তার জেরেই ঘটে এই বিপত্তি। তবে এই দুর্ঘটনার কারণে রেল চলাচলে কোনও বিঘ্ন হয়নি বলে জানানো হয়েছে।
করোনা ও বন্যার জোড়া ধাক্কায় এমনিতেই বিধ্বস্ত বিহার। এরমধ্যে এই ঘটনায় স্বাভাবিক ভাবেই চাঞ্চল্য ছড়ায়। সূত্রের খবরে জানা গেছে, গাড়িটিকে রেল লাইনে দেখে ট্রেনের চালক এমার্জেন্সি ব্রেক কষলেও কোনো কাজ হয়নি। ট্রেনটির সঙ্গে সজোরে সংঘর্ষ হয় গাড়িটির। সঙ্গে সঙ্গে দুমড়ে যায় গাড়ি। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয় বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584