বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বুধবার শিলিগুড়ির কাছে ফুলবাড়ির আমাই দিঘীতে বাসের তলায় ঢুকে গেল স্কুটি। এই ঘটনায় মৃত দুই।মৃতদের নাম ফিরোজ বানু ও রুবি বানু।তারা শিলিগুড়ি ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দা।
জানা গিয়েছে,এদিন একটি ট্রাক শিলিগুড়ি থেকে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল ঠিক সেই সময় ফুলবাড়ির আমাই দিঘিতে একটি স্কুটিতে করে দুই জন রাস্তা পার করছিল।এরপর ট্রাকটি গিয়ে ওই স্কুটিকে সজোরে ধাক্কা মারলে ওই স্কুটিটি ট্রাকের নীচে ঢুকে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় এক ব্যক্তির।আহত হন আরও একজন।এরপর স্থানীয়রা তড়িঘড়ি ওই আহত মহিলাকে উদ্ধার করে উওরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ বালি বোঝায় লরি চাপা পড়ে স্কুটি চালকের মৃত্যু
অপরদিকে এই ঘটনার পর থেকে ব্যপক উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।বেশ কিছুক্ষণ ক্ষুব্ধ জনতা বিক্ষোভ দেখান। এরপর ফলে বন্ধ হয়ে যায় শিলিগুড়ি জলপাইগুড়ি যোগাযোগ ব্যবস্থা।অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এনজেপি থানা পুলিশ।এরপর পুলিশ গিয়ে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এনজেপি থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584