সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
দীর্ঘ গরমের দাবদাহের পরে স্বস্তির বৃষ্টি হলেও তা দুঃসংবাদ বয়ে নিয়ে এল জলঙ্গী ব্লকে। জলঙ্গী ব্লকের সাগর পাড়া ও জলঙ্গী থানা এলাকায় বজ্রঘাতে মৃত্যু হয়েছে ২ জনের, আহত আরও ২ জন। মৃত ব্যক্তির নাম বিনয় সরকার(৬৫)। তাঁর বাড়ি সাগর পাড়া থানার সাগর পাড়া অঞ্চলের উদয় নগর চর কলোনিতে। জানা গিয়েছে সকাল বেলা মাঠের কাজে যান তিনি। কিন্তু বেলা গড়িয়ে বিকেল হয়ে যাওয়ায় পরেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা মাঠে গিয়ে দেখেন যে মৃত অবস্থায় মাঠেই পড়ে রয়েছে তাঁর দেহ। খবর পেয়েই ঘটনা স্থলে ছুটে যান বি ডি এম ও সোমনাথ মুখার্জি।
চোয়াপাড়া অঞ্চলের সাহেব রামপুরের বাসিন্দা জাহাঙ্গীর শেখের ১১ বছরের ছেলে আজিজ শেখের মৃত্যু হয়েছে বাজ পড়ে। পরিবার সূত্রে জানা যায় যে দুপুর বেলায় পাশের বাড়ির ছাদে খেলা করছিল সে। তার পরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার পরেও আজিজ বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি করতে গিয়ে ছাদে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাকে।
আরও পড়ুনঃ ফের ভিন রাজ্যে শ্রমিকের কাজে গিয়ে মৃত্যু মুর্শিদাবাদের যুবকের
আহত বজলুর সেখ ও রবকুল সেখ, চোয়াপাড়া অঞ্চলের কির্তনিয়া পাড়া গ্রামের বাসিন্দা। বাজ পড়লে বাজের শব্দে জ্ঞান হারান। স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় সাদি খাঁন দেয়ার গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতির কারণে ডোমকল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে সেখানেই বর্তমানে চিকিৎসা রত বলে পরিবারের সদস্যরা জানান। সরকারি ভাবে সাহায্য করা হবে মৃত ও আহতদের পরিবারের সদস্যদের এমনটাই জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584