নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলায় বৃহস্পতিবার দুটি পৃথক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে ,আহত হয়েছে দুইজন। আহত দুই জনকে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। বৃহস্পতিবার সকালে প্রথম দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহর সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কের মোহনপুর ব্রিজের উপর।

একটি ট্রাকের ধাক্কায় বাইকে থাকা তিনজন গুরুতর আহত হয়। তাদের তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম রফিক শাহ। তার বাড়ি মেদিনীপুর সদর ব্লকের হাতিহলকা এলাকায়। বাকি দুই জনের অবস্থা আশঙ্কাজনক। কোতোয়ালি থানার পুলিশ ৭২ বছর বয়সী রফিক শাহ -র মৃতদেহ উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়না তদন্ত করার জন্য পাঠায়।তবে ঘাতক ট্রাকের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ ট্রাকটির খোঁজে তদন্ত শুরু করেছে।
আরও পড়ুনঃ দু’পক্ষের বোমাবাজিতে উত্তেজনা রাণীনগর-২ ব্লকে
অপর দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোডের কদমডিহা রেল গেটের কাছে। পিকআপ ভ্যানের ধাক্কায় এক বাইক আরোহী গুরুতর আহত হয়। ওই বাইক আরোহীকে উদ্ধার করে পুলিশ মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে এলে ডাক্তার বাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত বাইক আরোহীর বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার মহারাজপুর গ্রামে। চন্দ্রকোনা রোড বিট হাউসের পুলিশ পিকআপ ভ্যানটিকে আটক করে ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ওই পিকআপ ভ্যানের চালক পলাতক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584