নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
ভালুকডাঙা থেকে মালদহ যাওয়ার পথে ৫১২ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মারা গেলেন দুই ব্যক্তি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম পাঁচু মিয়াঁ (৪৫) ও আরিফ আনসারি (২৭)। পাঁচু মিয়াঁর বাড়ি গাজোল ব্লকের দেওতলা অঞ্চলের কাশিমপুর গ্রামে ও আরিফ আনসারির বাড়ি গাজোলের করকচ অঞ্চলের ভালুকডাঙা এলাকায়।
শনিবার মৃতদের ময়নাতদন্ত করা হবে মালদহ মেডিকেল কলেজে। জানা গিয়েছে, ভালুকডাঙা এলাকা থেকে বাইকে করে ৫১২ নম্বর জাতীয় সড়ক ধরে বালুরঘাটের দিকে যাচ্ছিলেন আরিফ আনসারি।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার তিন
দহিল-মহিল এলাকায় পেছন থেকে একটি গাড়ি তার বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরিফ আনসারির। অন্যদিকে পিছন থেকে মালবোঝাই একটি ছোট গাড়ি একটি টোটোকে ধাক্কা মারলে টোটোতে থাকা পাঁচু মিয়াঁর মৃত্যু ঘটে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584