নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়াঃ
পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের, গুরুতর আহত আরো চার জন। শনিবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখীর রপটগঞ্জ এলাকায়। মৃতরা হলেন টোটন দে (৩৫) ও বিশ্বজিৎ সিংহ (২০)। দু’জনেরই বাড়ি পূর্ব বর্ধমানের শক্তিগড় থানা এলাকার কাসিয়ারা গ্রামে।
স্থানীয় সূত্রের খবর, একটি পিক আপ ভ্যান বেলিয়াতোড় থেকে মুরগী নিয়ে বর্ধমানের দিকে যাচ্ছিল। সেই সময় রাজ্য সড়কের উপর রপটগঞ্জের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পিক আপ ভ্যান টি একটি গাছে সজোরে ধাক্কা মারে ৷
আরও পড়ুনঃ প্রয়াত মেদিনীপুরের প্রখ্যাত সঙ্গীত শিল্পী হায়দার আলী
ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের ৷ আহত হয়েছেন চারজন । গাড়িটিতে মোট ছয় জন ছিলেন ।সোনামুখী থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়।
একই সঙ্গে মৃতদেহ দু’টি ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠিয়েছে।প্রাথমিক তদন্তে পুলিশ অনুমান করছে, অত্যধিক ঘন কুয়াশা থাকার জন্য দৃশ্যমানতা কম থাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584