একই দিনে চারটি পৃথক ঘটনায় গ্রেফতার ৫ দুষ্কৃতী

0
28

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনাঃ

নিউটাউন ও হাবরা এলাকায় চারটি পৃথক ঘটনায় চুরি, ডাকাতি এবং তরল মাদক পাচার সহ বিভিন্ন অভিযোগে ৫ জনকে গ্রেফতার করল পুলিশ। গতকাল গভীর রাতে পুলিশি টহলদারির সময় নিউটাউনের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ।

Prisonment | newsfront.co
প্রতীকী চিত্র

নিউটাউন থানার পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে নিউটাউনের কোল ভবনের কাছে সজল হালদার নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতের কাছ থেকে চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়েছে। ওদিকে গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির আগেই ছক ভেঙে দেয় পুলিশ। সেখানে ১০ থেকে ১২ জন দুষ্কৃতী ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল। পুলিশকে দেখে চম্পট দেয় দুষ্কৃতী।

আরও পড়ুনঃ  দুষ্কৃতীদের হাতে খুন আমবাগানের মালিক

ঘটনাস্থল থেকে ২জনকে আটক করে পুলিশ। ধৃতদের নাম বিশ্বজিৎ হালদার ও সৌমিক ঠাকুর। ধৃতদের কাছ থেকে একটি ভোজালি, একটি তালা ভাঙা লক কাটার, একটি টর্চ লাইট সহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার হয়েছে । রাতেই থাকদারী লোহারব্রিজ এলাকা থেকে তরল মাদক সহ একজনকে গ্রেফতার করে নিউটাউন থানার পুলিশ। ধৃতের নাম সুব্রত সিকদার। ধৃতের কাছ থেকে নিষিদ্ধ তরল মাদক (কোডাইন ফসফেট লিকুইড মিক্সচার) উদ্ধার হয়েছে। এই তরল মাদক চক্রে আর কেউ জড়িয়ে আছে কি না তা তদন্ত করছে পুলিশ।

আরও পড়ুনঃ অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

পাশাপাশি হাবরায় মাদক পাচার করতে গিয়ে পুলিশের জালে আটক একাধিক খুনের ঘটনায় অভিযুক্ত কুখ্যাত দুষ্কৃতী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অভিজিৎ সাধু ওরফে বুড়ো(৩২)। শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে হাবরা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হওয়া কন্টেনার থেকে ছয় লিটার নিষিদ্ধ তরল মাদক অর্থাৎ কোডাইন মিক্সচার উদ্ধার করে হাবড়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে হাবড়া থানায় একাধিক খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগ রয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here