নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গ্যাসবাহী ট্যাঙ্কারের নিচে গাড়ি সহ চাপা পড়ে মৃত্যু হল ইসলামপুরের এক ব্যবসায়ী ও তার চালকের। মৃত দুজনের নাম কল্যাণ মন্ডল (৪৮) ও শুভজিৎ চক্রবর্তী (৩৮)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কল্যাণ মন্ডল নামে ওই ব্যবসায়ী শনিবার কলকাতা থেকে ইসলামপুরের দিকে ফিরছিলেন।
পূর্ব বর্ধমানের একটি এলাকায় দুই নম্বর জাতীয় সড়কে একটি ট্যাঙ্কার নিয়ন্ত্রণ হারিয়ে তাদের গাড়িটির উপর উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
আরও পড়ুনঃ মালদহ মেডিকেলে প্রবল রক্ত সংকট, স্বেচ্ছাসেবীদের আবেদন
এরপর ক্রেন নিয়ে এসে তোলা হয় ট্যাঙ্কারটিকে এবং দুজনকে গাড়ি থেকে বের করে নিয়ে আসা হয়। এই ঘটনায় রীতিমতো শোকস্তব্ধ ইসলামপুরবাসী। শোক ইসলামপুরের ওষুধ ব্যবসায়ী মহলেও।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584