হেলমেটহীন বেপরোয়া বাইক চালনায় প্রাণ গেলো দুই যুবকের

0
33

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ

দোলের দিনে বিপত্তি, হেলমেট হীন অবস্থায় প্রাণ গেল দুই বন্ধুর। ইচ্ছে ছিল দোলে বাড়ি ফিরে পাড়ার বন্ধুদের সাথে চুটিয়ে আনন্দ উপভোগ করা। তবে শেষ ইচ্ছা আর পূরণ হলো না দুই অন্তরঙ্গ বন্ধুর। হেলমেটহীন অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে রাস্তার মোড়ে থাকা গার্ড রেল এ ধাক্কা মারায় মর্মান্তিক মৃত্যু হলো তাদের।

bike accident | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার রাতে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মুর্শিদাবাদের নওদা থানার আলমপুর এলাকায়। মৃত যুবকদের নাম অজয় মণ্ডল (২২) ও বিল্টু মন্ডল (২১)। এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও পড়ুনঃ লরি ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে আহত তিন যুবক

জানা যায়, নওদার আলমপুর এলাকার বাসিন্দা এই দুই যুবক পেশায় ভিন রাজ্যের ঠিকা শ্রমিক ব্যাঙ্গালোর থেকে এদিনই তাদের গ্রামের বাড়িতে আসে। দোল উৎসবের এই দিনটিতে আনন্দ উপভোগ করতে মুখিয়ে ছিল তারা, বলেই পরিবার সূত্রে জানা যায়। সেইমতো বাড়ি ফেরার পরই একই বাইকে করে অজয় আর বিল্টু বাড়ি থেকে বের হয় নিরাপত্তার স্বার্থে কোনো রকম হেলমেট ছাড়াই।

প্রথমে তারা বাইক চালিয়ে যায় বাড়ি থেকে কয়েক কিমি দূরের স্থানীয় বুড়িমার পূজা স্থলে। সেখানে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে শ্যামনগরের উদ্দেশ্যে রওনা দেয় তারা। সাথে আরোও কয়েকজন বন্ধুও বাইকে করে তাদের সাথে রওনা দেয়।

পথে শ্যামনগর যাওয়ার মুখে রাস্তার বাঁক ঘুরতে যাওয়ার সময় রাস্তার উপরে থাকা গার্ড রেলে সজোরে ধাক্কা মারে অজয়ের বাইকটি। ঘটনাস্থলে মাথায় গুরুতর আঘাত জনিত কারণে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় অজয়ের।

আশঙ্কাজনক অবস্থায় বন্ধু বিল্টুকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে নিয়ে যায় আমতলা গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে কিছুক্ষণের মধ্যেই তাকে স্থানান্তরিত করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে।

পথেই হরিহরপাড়া এলাকায় রাজ্য সড়কের উপরে বিল্টুর মৃত্যু ঘটে। চোখের সামনে এই মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকা অজয় ও বিল্টুর আরেক বন্ধু অন্য বাইকে থাকা রাকেশ মণ্ডল বলে,”ভাবতেই পারছিনা চোখের সামনে আমার দুই বন্ধু এইভাবে মারা যাবে। মুহূর্তে মধ্যে সবকিছু শেষ হয়ে গেল। হয়তো মাথায় হেলমেট না থাকলে হয়তো আজ ওরা বেঁচে যেত”।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here