নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ডালখোলায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল দু’জনের।একটি ঘটনা ঘটেছে ডালখোলার ৪ নম্বর ওয়ার্ডে বিবেকানন্দ পাড়ায়। ৬২ বছর বয়সি ওই ব্যক্তি জ্বর নিয়ে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তিনি মারা যান।মৃত ব্যক্তির লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নেওয়া হয়।
ওই লালারসের নমুনা রিপোর্ট করোনা পজিটিভ এসেছে। অন্যদিকে ডালখোলা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বৃহস্পতিবার জ্বর নিয়ে শিলিগুড়ির মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ৪৪ বছর বয়সি ওই ব্যক্তি শুক্রবার মারা যান। তাঁর লালারসের নমুনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে।
আরও পড়ুন: কোভ্যাকসিন-এর হিউম্যান ট্রায়াল শুরু হল পাটনায়
এনিয়ে ডালখোলায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিন। এছাড়াও শুক্রবার ডালখোলা পুর এলাকায় তিনজন ব্যক্তির করোনা ধরা পড়েছে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে। এই ঘটনা জানাজানি হতেই শহরের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, মৃত দু’জনের পরিবারের লোকজনকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584